shono
Advertisement
Modi government

চন্দ্রযান ৩-এর বাজেট ৬১৫ কোটি, ধুলোয় জমা ফাইল-আসবাব বিক্রিতে ৮০০ কোটি তুলল কেন্দ্র!

২ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত অভিযান চলে।
Published By: Subhankar PatraPosted: 01:35 PM Nov 12, 2025Updated: 01:35 PM Nov 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চন্দ্রযান-৩ অভিযানে ভারত সরকারের খরচ হয় ৬১৫ কোটি টাকা। অক্টোবর মাসজুড়ে সরকারি অফিসে পড়ে থাকা বাতিল ফাইল, কাগজপত্র, আসবাব ও অন্যান্য আবর্জনা বিক্রি করে তার থেকেও বেশি টাকা আয় করল সরকার। কেন্দ্রীয় কোষাগারে ঢুকল ৮০০ কোটি টাকা!

Advertisement

সূত্র মারফত জানা গিয়েছে, ২ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত চালানো এই অভিযানটির তত্ত্বাবধানে ছিলেন তিন সিনিয়র কেন্দ্রীয় মন্ত্রী। মনসুখ মান্ডভিয়া, কে রাম মোহন নাইডু ও ডঃ জিতেন্দ্র সিংহকে দায়িত্ব দেওয়া হয়। শুধু লক্ষ্মীলাভ নয়, সরকারি সূত্রে জানা গিয়েছে, এবছরের অভিযানে কাগজ, ফাইল ও ভাঙাচোরা আসবাব বিক্রি হওয়ায় দপ্তরগুলিতে মোট ২৩২ লক্ষ বর্গফুট জায়গা খালি হয়েছে। যা অন্যান্য বছরগুলির অভিযানকে ছাপিয়ে গিয়েছে।

উল্লেখ্য, ২০২১ সাল থেকে সরকারি অফিস পরিষ্কার রাখা ও অপ্রয়োজনীয় কাগজ, ফাইল, ভাঙা আসবাব বিক্রি করার প্রকল্প হাতে নেয় মোদি সরকার। মূল উদ্দেশ্য অফিস পরিষ্কার রাখা, সঙ্গে অর্থলাভও করা। এই নিয়ে চারবার এই অভিযান চালাল মোদি সরকার। অপ্রয়োজনীয় নথি ও অন্যান্য জিনিস বিক্রি করে এখনও পর্যন্ত মোট ৪,১০০ কোটি টাকা ঘরে তুলেছে কেন্দ্রীয় সরকার। চারবছরে দেশজুড়ে ২৩ লক্ষের বেশি অফিসে এই অভিযান চলেছে। মোট ১৬৬.৯৫ লক্ষ ফাইল বিক্রি হয়েছে। শুধুমাত্র ফাইল বিক্রি করেই ৪,০৯৭ কোটি টাকা ঘরে তুলেছে সরকার। চারবছরে খালি হয়েছে ৯২৮.৮৪ লক্ষ বর্গফুট অফিস স্পেস।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চন্দ্রযান-৩ অভিযানে ভারত সরকারের খরচ হয় ৬১৫ কোটি টাকা।
  • অক্টোবর মাসজুড়ে সরকারি অফিসে পড়ে থাকা বাতিল ফাইল, কাগজপত্র, আসবাব ও অন্যান্য আবর্জনা বিক্রি করে তার থেকেও বেশি টাকা আয় করল সরকার।
  • কেন্দ্রীয় কোষাগারে ঢুকল ৮০০ কোটি টাকা!
Advertisement