সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁরা ধুরন্ধর রাজনীতিবিদ। দারুণ বক্তা হিসাবেই তাঁদের চেনে ভারতবাসী। কিন্তু রাজনীতির আড়ালে যে লুকিয়ে রয়েছে নাচের প্রতিভা, সেকথা জানতেন ক'জন? সংসদের বাইরে এবার মহুয়া মৈত্র-সুপ্রিয়া সুলেদের অন্যরূপে দেখা গেল। বলিউডি গানে পা মেলালেন তাঁরা। স্রেফ নাচ করাই নয়, অভিনেত্রী কঙ্গনা রানাউতকে রীতিমতো টেক্কা দিলেন মহুয়ারা। নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও।
বিজেপি সাংসদ নবীন জিন্দলের মেয়ের বিয়ে। সেই উপলক্ষেই জাঁকজমক করে সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই মঞ্চ মাতিয়ে তুললেন সাংসদরা। 'ওম শান্তি ওম' ছবির 'দিওয়ানগি দিওয়ানগি' গানে নাচে মেতে ওঠেন মহুয়ারা। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, 'কন্যাকর্তা' নবীন রয়েছেন মঞ্চে। এছাড়াও ছিলেন রাজীবপ্রতাপ রুডি, মহুয়া-সুপ্রিয়া-কঙ্গনা সকলেই। একেবারে গানের সিগনেচার স্টেপও করতে দেখা যায় এই সাংসদদের। মজার বিষয়, পেশায় অভিনেত্রী কঙ্গনাকে নাচের মঞ্চে বেশ টেক্কা দিলেন মহুয়া-সুপ্রিয়ারা।
তবে সাংসদদের নাচ নিয়ে তৈরি হয়েছে তুমুল বিতর্ক। গত বুধবার নিজের ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেন কঙ্গনা। সেখানে দেখা যায়, নাচ প্র্যাকটিস করছেন মাণ্ডির বিজেপি সাংসদ। সঙ্গে রয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া এবং এনসিপি (শরদ) সাংসদ সুপ্রিয়া। তাঁদের সঙ্গে নাচের মহড়া দিচ্ছেন বিজেপি সাংসদ নবীন জিন্দলও। ঘটনাচক্রে দু’জন শাসক এবং দু’জন বিরোধী জনপ্রতিনিধি।
সেই ছবি ভাইরাল হতেই ক্ষুব্ধ নেটদুনিয়া। একজনের মতে, ‘পাঞ্জাবের প্রতিবাদী কৃষকদের জঙ্গি বলেছিলেন কঙ্গনা, তাঁর সঙ্গেই নাচছেন কঙ্গনা-মহুয়া। এভাবেই আসলে রাজনৈতিক দলগুলো মানুষকে বোকা বানায়।’ আরেক নেটিজেন বলছেন, ‘দিনে বিরোধিতা, রাতে একসঙ্গে মোচ্ছব! এই জন্যই আমজনতা একা। যারা কৃষকদের কটাক্ষ করেছে, দেশে ঘৃণা ছড়িয়েছে, তাদের সঙ্গেই এখন ‘বন্ধুত্ব’ হচ্ছে, বিয়ে উপলক্ষে।' সঙ্গীতের অনুষ্ঠানের ভিডিও ভাইরাল হতেই আবারও নেটদুনিয়ায় কটাক্ষের ঝড়।
