shono
Advertisement
Mumbai

পরকীয়ায় লিপ্ত সন্দেহের স্ত্রীর সঙ্গে বচসা, রাগে ঘুমন্ত মেয়ের গলায় ব্লেড চাললো অভিযুক্ত বাবা!

ধৃতের বিরুদ্ধে খুনের চেষ্টা-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
Published By: Kousik SinhaPosted: 03:13 PM Dec 07, 2025Updated: 03:14 PM Dec 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুধুমাত্র স্ত্রীর প্রতি সন্দেহের জের! ঘুমিয়ে থাকা মেয়ের গলায় ব্লেড চালিয়ে দিলেন বাবা। ১৪ বছরের মেয়ের চিৎকার শুনে সঙ্গে সঙ্গে মা ছুটে আসলেও রেহাই দেওয়া হয়নি! ফের কিশোরী মেয়ের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। এমনকী স্ত্রীয়ের উপরেও ব্লেড দিয়ে ওই ব্যক্তি হামলা চালায় বলে অভিযোগ। ঘটনায় গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন মা এবং মেয়ে। ইতিমধ্যে ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। কেন এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক অনুমান, স্ত্রীয়ের উপর সন্দেহ এবং রাগ থেকেই এই ঘটনা ঘটিয়েছেন ওই ব্যক্তি।

Advertisement

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুম্বইয়ে। অভিযুক্ত ওই ব্যক্তির নাম হনুমান্ত সোনাওয়াল। পুলিশ সূত্রে খবর, তিনি কোনও কাজ করতেন না। বেশিরভাগ সময়েই নেশায় মত্ত থাকতেন। স্ত্রীয়ের বিবাহ বহির্ভুত সম্পর্ক রয়েছে, এই সন্দেহে প্রত্যেকদিনই তাঁদের মধ্যে ঝামেলা চলত। সম্প্রতি এই নিয়েই স্ত্রীয়ের সঙ্গে ঝামেলা হয় হনুমান্তের। পুলিশ সূত্রে খবর, ঘটনার সময় পাশের ঘরেই ঘুমাচ্ছিলেন ১৪ বছরের মেয়ে। ঘটনার কিছুক্ষণ পরেই সেখানে যান অভিযুক্ত। অভিযোগ, রাগের মাথাতেই মেয়ের গলায় ব্লেড চালিয়ে দেন হনুমান্ত। মেয়ের চিৎকার শুনে পাশের ঘর থেকে সঙ্গে সঙ্গে ছুটে আসেন মা।

সেই সময় ফের মেয়ের উপর অভিযুক্ত হনুমান্ত সোনাওয়াল হামলা চালায় বলে অভিযোগ। এমনকী ব্লেড দিয়ে স্ত্রীয়ের উপরেও হামলা চালায় বলে অভিযোগ। একেবারে রক্তাত্ত অবস্থায় মা এবং মেয়েকে ঘরে ফেলেই চম্পট দেয় অভিযুক্ত। যদিও পালিয়েও শেষ রক্ষা হয়নি। ঘটনায় হনুমান্ত সোনাওয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে মুম্বই পুলিশ।  অন্যদিকে জানা গিয়েছে, ওই কিশোরীর গলায় একাধিক সেলাই পড়েছে। অন্যদিকে মায়ের অবস্থাও স্থিতিশীল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শুধুমাত্র স্ত্রীয়ের প্রতি সন্দেহের জের! ঘুমিয়ে থাকা মেয়ের গলায় ব্লেড চালিয়ে দিলেন বাবা।
  • এমনকী স্ত্রীয়ের উপরেও ব্লেড দিয়ে ওই ব্যক্তি হামলা চালায় বলে অভিযোগ।
  • ঘটনায় গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন মা এবং মেয়ে।
Advertisement