shono
Advertisement

দায়িত্ব পালন না করার শাস্তি, বিধায়কের নির্দেশে আধিকারিকের মাথায় ঢালা হল নোংরা আবর্জনা

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ঘটনাটির ভিডিও।
Posted: 04:10 PM Jun 13, 2021Updated: 04:32 PM Jun 13, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্কে জড়ালেন মুম্বইয়ের (Mumbai) শিব সেনার (Shiv Sena) মুম্বইয়ের বিধায়ক দিলীপ লাণ্ডে। ড্রেন পরিস্কার না থাকায় এক কনট্রাক্টরকে সেই ড্রেনের পাশে জলমগ্ন রাস্তায় বসতে বাধ্য করলেন। শুধু তাই নয়, ওই কনট্রাক্টর নিজের কাজ ঠিকমতো না করায় সাফাই কর্মীদের তাঁর মাথায় নোংরা আবর্জনা ঢালার নির্দেশও দিলেন। ইতিমধ্যে সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে। কেউ ওই বিধায়কের পক্ষ নিয়েছেন তো কেউ তাঁর সমালোচনায় মুখর হয়েছেন।

Advertisement

গত কয়েকদিন ধরেই মুম্বই-সহ মহারাষ্ট্রের একাধিক জায়গায় তুমুল বৃষ্টিপাত শুরু হয়েছে। আগের অনেক রেকর্ডও ইতিমধ্যে ভেঙে দিয়েছে এবারের বর্ষা। একাধিক জায়গা ইতিমধ্যে জলের তলায়। এই পরিস্থিতিতে জলমগ্ন এলাকাগুলি নিজেই পরিদর্শনে বেরিয়েছিলেন বিধায়ক দিলীপ লাণ্ডে। সঙ্গে ছিলেন আক্রান্ত ওই কনট্রাক্টর-সহ আরও অনেক সরকারি আধিকারিকরা। তখনই ওই ড্রেনটির দিকে নজর পড়ে তাঁর। এরপর সাফাইকর্মীদের সেটি পরিস্কারের নির্দেশ দেন। পরবর্তীতে ওই কনট্রাক্টরকে ধমকাতে শুরু করেন তিনি। কেন ওই কনট্রাক্টর নিজের কাজ করেননি, সেই প্রশ্ন তোলেন।

[আরও পড়ুন: মুকুলের দলত্যাগের পরই ত্রিপুরায় বিজেপিতে ভাঙনের আশঙ্কা, নজরে সুদীপ রায়বর্মন]

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ওই কনট্রাক্টরকে ধমকানোর পর বৃষ্টির মধ্যে তাঁকে ওই জলের মধ্যেই বসতে বাধ্য করেন বিধায়ক দিলীপ লাণ্ডে। এখানেই শেষ নয়, অন্যান্য সাফাই কর্মীদের নির্দেশ দেন, আশপাশের আবর্জনা যেন ওই কনট্রাক্টরের মাথায় ঢালা হয়। এরপর সাফাই কর্মীরাও বিধায়কের নির্দেশ পালন করেন। জলমগ্ন রাস্তায় বসে থাকা কনট্রাক্টরের মাথায় ঢালা হয় সমস্ত আবর্জনা। এদিকে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দুতে। অনেকেই বিধায়কের পক্ষে মুখ খুলেছেন। কেউ কেউ আবার ঘটনাটিকে অমানবিক আখ্যা দিয়ে সমালোচনায় মুখর হয়েছেন। এদিকে, দিলীপবাবুর বক্তব্য, ওই কনট্রাক্টর নিজের কাজ ঠিকমতো করেননি বলেই তাঁকে এই শাস্তি দিয়েছেন তিনি।

 

[আরও পড়ুন: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, অন্তঃসত্ত্বা কিশোরীকে ফেলে পালিয়েও পুলিশের জালে TikTok তারকা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement