সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বইয়ের বিচে তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। ধর্ষণের বিষয়টি বাড়িতে জানাজানি হলে মা-বাবা বকবেন, সেই ভয়ে নিজেই যৌনাঙ্গে ব্লেড এবং পাথর ঢুকিয়ে দিল তরুণী! যদিও প্রাথমিকভাবে পেশায় অটোচালক ওই প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছিল। কিন্তু পরে গোটা বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে পুলিশের মধ্যেই।
পুলিশ সূত্রে খবর, ২০ বছর বয়সি ওই তরুণী মহারাষ্ট্রের পালঘরের বাসিন্দা। মঙ্গলবার তিনি ট্রেনে চেপে মুম্বই গিয়েছিলেন। তারপর প্রেমিকের সঙ্গে রাত কাটানোর পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু পরিচয়পত্র না থাকার কারণে হোটেল বুক করতে পারেননি। ফলে দুজনে মিলে সমুদ্রসৈকতে চলে যান। পুলিশের অনুমান, ধর্ষণের ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের আর্নালা সমুদ্রসৈকতেই। তারপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ওই অটোচালক তথা তরুণীর প্রেমিক। কোনওমতে মুম্বই থেকে রাম মন্দির রেল স্টেশন পর্যন্ত পালিয়ে আসেন ওই তরুণী।
প্রেমিকের সঙ্গে রাত কাটানোর ঘটনাটি বাড়িতে জানাজানি হয়ে গেলে বাবা-মা বকাবকি করবেন, সেই নিয়ে আতঙ্কিত হয়ে পড়েন ওই তরুণী। তাই নিজেই সার্জিক্যাল ব্লেড এবং পাথর ঢুকিয়ে ফেলেন। কিন্তু এমন কাণ্ড ঘটানোর পরেই প্রচণ্ড ব্যথা শুরু হয় তরুণীর। রক্তপাতও হতে থাকে। তাই ওই তরুণী নিজেই পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। প্রাথমিকভাবে পুলিশের অনুমান ছিল, তরুণীকে ধর্ষণ করা হয়েছে। তাই অটোচালকের বিরুদ্ধে দায়ের করা হয় ধর্ষণের মামলা।
সেই মামলার ভিত্তিতে শুক্রবার গ্রেপ্তার করা হয় মুম্বইয়ের অটোচালককে। তরুণীর শরীর থেকেও ব্লেড এবং পাথর বের করেছেন চিকিৎসকরা। কিন্তু ভুল কথা বলে পুলিশকে বিভ্রান্ত করেছেন ওই তরুণী। ফলে পুলিশের অনুমান, ওই তরুণীর মানসিক সমস্যা রয়েছে। আপাতত গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।