shono
Advertisement
Jammu and Kashmir

রহস্য-রোগে আতঙ্কিত জম্মু ও কাশ্মীর, ভূস্বর্গে 'ভিলেন' কে?

Published By: Biswadip DeyPosted: 05:38 PM Jan 25, 2025Updated: 06:04 PM Jan 25, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রহস্যময় অসুখের প্রকোপে ব্যতিব্যস্ত জম্মু ও কাশ্মীর। কেন্দ্রশাসিত অঞ্চলের রাজৌরিতে ইতিমধ্যেই ১৭ জনের মৃত্যু হয়েছে। কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ২৩০ জনকে। যে কোনপ্রকারে এই অসুখের দৌরাত্ম্য রুখতে মরিয়া প্রশাসন। এবার জানা গেল, এই অসুখের পিছনে রয়েছে ক্যাডমিয়াম!

Advertisement

মৃত্যুর নেপথ্যে ক্যাডমিয়াম
প্রাথমিক ভাবে কোনও ব্যাকটেরিয়া ও ভাইরাস সংক্রমণের সন্ধান মেলেনি। নিয়মিত চলছিল পরীক্ষা। শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, ক্যাডমিয়ামের অস্তিত্ব মিলেছে মৃতদের শরীরে। কিন্তু কীভাবে তাঁদের শরীরে তা প্রবেশ করল তা এখনও জানা যায়নি।

কী এই ক্যাডমিয়াম
বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO ক্যাডমিয়ামকে 'জনসাধারণের উদ্বেগের রাসায়নিক' বলে দেগে দিয়েছে। কেননা কিডনি থেকে শ্বাসযন্ত্রের বিপুল ক্ষতি করতে পারে এই রাসায়নিক। সামান্য পরিমাণে ক্যাডমিয়াম অবস্য বাতাসে মিশেই থাকে। এক্ষেত্রে সেটাই ঘটাচ্ছে বিপদ! এমনই আশঙ্কা।

বাড়ছে আতঙ্ক
জানা গিয়েছে, উপত্যকার প্রত্যন্ত অঞ্চলে রাজৌরি জেলার বাধাই গ্রাম। গত ৭ ডিসেম্বর সেখানে মৃত্যু হয় একসঙ্গে ৫ ব্যক্তির। পরবর্তী সময়ে একই পরিবারের ৮ জনের মৃত্যু হয়। মা-বাবা-সহ ৬ সন্তান মারা যায় অজানা রোগে। গত রবিবার, ১৯ জানুয়ারি এক কিশোরীর মৃত্যু হলে সব মিলিয়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ১৭-তে। ওই কিশোরী হাসপাতালে ভেন্টিলেশনে ছিল গত কয়েক দিন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রহস্যময় অসুখের প্রকোপে ব্যতিব্যস্ত জম্মু ও কাশ্মীর। কেন্দ্রশাসিত অঞ্চলের রাজৌরিতে ইতিমধ্যেই ১৭ জনের মৃত্যু হয়েছে।
  • কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ২৩০ জনকে। যে কোনপ্রকারে এই অসুখের দৌরাত্ম্য রুখতে মরিয়া প্রশাসন।
  • এবার জানা গেল, এই অসুখের পিছনে রয়েছে ক্যাডমিয়াম!
Advertisement