সোমনাথ রায়, নয়াদিল্লি: একমাস তিনদিন পর আজ, মঙ্গলবার সুপ্রিম কোর্টে ফের আর জি কর মামলার শুনানি। গত আগস্টে কলকাতার সরকারি হাসপাতালে কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা করেছিল দেশের শীর্ষ আদালত। সেই মামলার আজ শুনানি নতুন বেঞ্চে। দেশের নতুন বিচারপতি হিসেবে প্রধান বিচারপতি হিসাবে সঞ্জীব খান্না দায়িত্ব নেওয়ার পর তাঁর বেঞ্চে এই প্রথমবার উঠতে চলেছে মামলা। প্রধান বিচারপতি নতুন বেঞ্চে রয়েছেন আরেক বিচারপতি সঞ্জয় কুমার। এই প্রথমবার তাঁরা শুনবেন আর জি করের মতো হাই প্রোফাইল মামলা।
গত চারমাস ধরে শীর্ষ আদালতে মামলা চলছিল অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পার্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চে। ৭ নভেম্বর এই বেঞ্চে ছিল শেষ শুনানি। কারণ, তার পরেরদিন অর্থাৎ ৮ নভেম্বর ছিল প্রাক্তন প্রধান বিচারপতির শেষ কর্মদিবস। পরের সোমবার, ১১ নভেম্বর দায়িত্ব নেন বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। শেষ শুনানিতে বিরোধীদের যাবতীয় দাবি ও আবেদন উড়িয়ে দিয়ে আর জি কর মামলার বিচারপ্রক্রিয়া শিয়ালদহ আদালতে চালিয়ে যাওয়া ও সিবিআই তদন্তে সবুজ সংকেত দিয়েছিল সুপ্রিম কোর্ট। বলা হয়েছিল, শিয়ালদহ এসিজেএম আদালতের বিচারকের হাতে তদন্তকে সঠিক পথে পরিচালনা করার যাবতীয় ক্ষমতা আছে। প্রয়োজনে তিনি আরও একটি তদন্ত চালু করতে পারেন।
গত ৭ নভেম্বরের শুনানিতে সুপ্রিম কোর্টের তরফে চার সপ্তাহ বাদে সিবিআইকে তদন্তের সপ্তম স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, রাজ্যের দায়ের করা সিভিক ভলান্টিয়ার সংক্রান্ত হলফনামাও যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হবে। আজ সেই মামলার শুনানি। তার আগে সোমবার, আর জি করের ঘটনার চারমাস উপলক্ষে দ্রুত বিচারের দাবিতে কলকাতায় মিছিল করেন হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা। মঙ্গলবারের শুনানিতে ঠিক কী জানায় নতুন প্রধান বিচারপতির বেঞ্চ, সেদিকে অবশ্যই নজর থাকবে সব মহলের।