shono
Advertisement
Gautam Adani

'কোনও তারকা নয়, সাদামাটা অনুষ্ঠান', ছেলের বিয়ে নিয়ে মন্তব্যে কি আম্বানিকে খোঁচা আদানির?

আগামী ৭ ফেব্রুয়ারি আদানিপুত্রের বিয়ে সুরাটের হিরে ব্যবসায়ীর কন্যার সঙ্গে।
Published By: Biswadip DeyPosted: 05:09 PM Jan 22, 2025Updated: 05:12 PM Jan 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র কয়েক মাস আগের কথা। গোটা বিশ্ব দেখেছিল বিয়ে কাকে বলে। অনন্ত-রাধিকার বিয়েই নাকি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিবাহ অনুষ্ঠান। মুকেশ আম্বানির ছেলের বিয়ে নিয়ে আলোচনার রেশ বোধহয় এখনও পুরোপুরি ফিকে হয়নি। তার মধ্যেই নতুন জল্পনা দেশের আরেক ধনকুবের শিল্পপতি গৌতম আদানির ছোট ছেলে জিৎ আদানির বিয়ে নিয়ে। শোনা যাচ্ছিল, 'প্রতিদ্বন্দ্বী'কে টেক্কা দিতে ছেলের বিয়ের অনুষ্ঠানে টেলর সুইফটকে নাকি নিয়ে আসছেন আদানি। রীতিমতো চাঁদের হাট বসবে সেই অনুষ্ঠান ঘিরে। কিন্তু সমস্ত জল্পনায় জল ঢেলে দিয়েছেন খোদ আদানি। দাবি করলেন, আগামী মাসে তাঁর ছেলের বিয়েতে এমন কোনও জাঁকজমকই হবে না। বরং বিয়ে হবে অনাড়ম্বর অনুষ্ঠানে ঐতিহ্য মেনে। উপস্থিত থাকবেন কেবল পরিবারের সদস্যরাই।

Advertisement

মহাকুম্ভে এসেছেন আদানি। সঙ্গে ছিলেন পুত্র জিৎও। সেখানেই ভারতের ধনীতম ব্যক্তি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় বলেন, ''৭ ফেব্রুয়ারি জিতের বিয়ে। আমাদের জীবন সাধারণ মানুষের মতোই। জিতের বিয়েও হবে অত্যন্ত সাধারণ ভাবেই অনুষ্ঠিত হবে।'' কিন্তু সেলেবরা কেউ থাকবেন না? এই প্রশ্নের জবাবে আদানি বলছেন, ''না, কেউই আসছেন না। কেবল পরিবারের সদস্যরাই থাকবেন।''

জানা যাচ্ছে, সুরাটের হিরে ব্যবসায়ী জয়মিন শাহের মেয়ে দিভা শাহের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন জিৎ। ২০২৩ সালের মার্চে তাঁদের বাগদান হয়েছে। এবার সাত পাঁকে বাঁধা পড়বেন দুজনে। আর সেই অনুষ্ঠান ঘিরে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। গোটা বলিউড তো বটেই এমনকী পশ্চিমী বিনোদুনিয়ার গ্ল্যামারের ছটায় আলোকিত হয়েছিল আম্বানির ছেলের বিয়ের আসর। স্বাভাবিক ভাবেই আদানির ছেলের বিয়ে ঘিরেও তেমনই প্রত্যাশা তৈরি হচ্ছিল। কিন্তু সেই জল্পনায় যবনিকা নামিয়ে দিলেন খোদ আদানিই। তবে তাঁর মন্তব্য ঘিরে অন্য গুঞ্জনও শোনা যাচ্ছে। ওয়াকিবহাল একাংশের প্রশ্ন, অনাড়ম্বর ভাবে ছেলের বিয়ে দিয়ে কি আসলে আম্বানির জৌলুসপূর্ণ বিয়ে আয়োজনকেই খোঁচা দিতে চাইছেন আদানি?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ছেলের বিয়েতে বিপুল আড়ম্বরের জল্পনায় জল ঢেলে দিয়েছেন খোদ গৌতম আদানি।
  • দাবি করলেন, আগামী মাসে তাঁর ছেলের বিয়েতে এমন কোনও জাঁকজমকই হবে না।
  • বরং বিয়ে হবে অনাড়ম্বর অনুষ্ঠানে ঐতিহ্য মেনে। উপস্থিত থাকবেন কেবল পরিবারের সদস্যরাই।
Advertisement