shono
Advertisement

এখনই দেশজুড়ে NRC নয়, সংসদে ফের জানাল কেন্দ্র

এনআরসি নেহাতই নির্বাচনী গিমিক, খোঁচা সমালোচকদের।
Posted: 01:46 PM Dec 01, 2021Updated: 01:46 PM Dec 01, 2021

স্টাফ রিপোর্টার, নয়াদিল্লি: এখনই দেশজুড়ে এনআরসি (NRC) চালুর কোনও সিদ্ধান্ত হয়নি। তৃণমূল কংগ্রেস সাংসদ মালা রায়ের প্রশ্নের উত্তরে এই কথা জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সংসদে মোদি সরকারের এহেন মন্তব্যের জেরে চাঞ্চল্য ছড়িয়েছে। সমালোচকদের একাংশের খোঁচা, ২০১৯ সালে এটা নেহাতই গিমিক ছিল। আইন চালুর কোনওরকম প্রস্তুতিই নেয়নি কেন্দ্র।

Advertisement

২০১৯ সালে সংসদে পাশ হওয়ার পর আইনে পরিণত হয় এনআরসি বিল। তারপর থেকেই দেশজুড়ে শুরু হয় আন্দোলন। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আসা শরণার্থীই কেন এই আইনের আওতায় আসবেন না? কেন এই আইন থেকে বাদ দেওয়া হল শুধু মুসলমানদের? এই প্রসঙ্গে উত্তাল হয় আসমুদ্রহিমাচল। অভিযোগ, কোনও আন্দোলনেই অবশ্য কখনও গুরুত্ব দেয়নি সরকার।

[আরও পড়ুন: নোদাখালিতে বাজি কারখানায় বিস্ফোরণ, আগুনে ঝলসে মৃত অন্তত ৩]

তবে কবে থেকে এনআরসি কার্যকর হবে, এই প্রশ্নে বারবারই হোঁচট খেয়েছে মোদি সরকার (Modi Government)। ফলে কবে থেকে দেশজুড়ে এনআরসি কার্যকর হবে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে সেই সম্পর্কে স্পষ্ট ধারণা চান তৃণমূল কংগ্রেস সাংসদ। জবাবে অমিত শাহের মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই জানান, “জাতীয় স্তরে এনআরসি কার্যকর করার কোনও পরিকল্পনা নেই কেন্দ্রের।” সরকারের এই জবাবের পর থেকে আলোড়ন শুরু হয় দেশজুড়ে।

কারও বক্তব্য, কৃষক আইনের মত এনআরসি, সিএএ, এনপিআর- সবই যে ভুল সিদ্ধান্ত, তা বুঝতে পারছে কেন্দ্র। তবে সবকিছুই প্রত্যাহার করলে মুখ পুড়বে, তাই কেন্দ্র না পারছে গিলতে না পারছে উগরোতে। মালা রায়ের বক্তব্য অবশ্য অন্য। তাঁর মতে, ২০১৯ নির্বাচনের আগে এনআরসি ছিল মোদি-শাহের গিমিক। পুর নির্বাচনের প্রচারের মাঝে ফোনে বললেন, “কেন্দ্র যে এনআরসি নিয়ে তৈরি নয়, তার প্রমাণ বারবার মিলেছে। ওদের কাছে কোনওরকমের তথ্য-পরিসংখ্যান কিছুই নেই। লোকসভা নির্বাচনের আগে সাম্প্রদায়িক মেরুকরণ তৈরি করা ও তার ফয়দা নিতেই বারবার এনআরসি, সিএএ, এনপিআর এসব বুলি আওড়ে ছিল। এখন ওদের আসল অবস্থান সবার কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে।”

[আরও পড়ুন: Weather Update: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’, চলতি সপ্তাহেই বাংলায় প্রবল ঝড়বৃষ্টির আশঙ্কা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement