সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এসআইআর পরবর্তী বিহারের নির্বাচন সাম্প্রতিক অতীতে সবচেয়ে শান্তিপূর্ণ! মঙ্গলবার শেষ হয়েছে বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা। রেকর্ড ভোটদান হয়েছে দুই দফার নির্বাচনেই। তারপর কমিশন জানিয়েছে, কোনও বুথেই কারচুপির অভিযোগ নেই। পুনর্নির্বাচন হচ্ছে না কোনও বুথেই।
বিহারে প্রথম পর্বে ভোটের হার ছিল ৬৫ শতাংশের বেশি। মঙ্গলবার প্রথম দফাকেও ছাপিয়ে গেল দ্বিতীয় দফা। নির্বাচন কমিশন জানিয়েছে, দুই দফা মিলিয়ে মোট ৬৭.১৩ শতাংশ ভোট পড়েছে বিহারে। ভোটদানের নিরিখে পুরুষদের অনেকখানি পিছনে ফেলেছেন মহিলারা। কমিশনের তরফে জানানো হয়েছে, ৭১.৭৮ মহিলারা ভোট দিয়েছেন, সেখানে পুরুষদের ভোটদানের হার ৬২.৯৮ শতাংশ। তবে কমিশন জানিয়েছে, ভোটমুখী বিহারের জন্য ১৭টি নতুন উদ্যোগ নেওয়া হয়েছিল। তার ফলেই শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে।
বিহারের প্রত্যেকটি বুথেই ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা রাখা হয়েছিল। সেকারণেই নির্বাচনে কারচুপি বা অন্যান্য অনৈতিক কার্যকলাপের অভিযোগ ওঠেনি। ৯০ হাজারেরও বেশি বুথে ভোট হয়েছে। কিন্তু একটাতেও পুনর্নির্বাচনের দাবি জানায়নি কোনওপক্ষই। বিহারের সাম্প্রতিক ইতিহাসে এমনটা প্রথম। কমিশনের প্রকাশিত পরিসংখ্যানে বলা হয়েছে, গতবছর লোকসভা নির্বাচনে ২টি বুথে পুনর্নির্বাচন হয়েছে। তার আগে ২০১৯ এবং ২০১৪তে রিপোল হওয়া বুথের সংখ্যা যথাক্রমে ৩ এবং ৯৬। গত দু'টি বিধানসভা নির্বাচনেও যথাক্রমে ৩টি এবং ২টি বুথে রিপোল হয়েছে।
ইতিহাস বলছে এর আগে যতবার ৫ শতাংশের বেশি ভোট বেড়েছে, প্রতিবারই সরকার বদল হয়েছে বিহারে। ১৯৬৭ সালে ভোট বেড়েছিল ৭ শতাংশ। ৪৪.৫% থেকে সেবার ভোট বেড়ে হয় ৫১.৫% শতাংশ। সেবার প্রথমবার কংগ্রেস হেরে প্রথম অকংগ্রেসি জোট সরকার গঠন হয়। এবার ভোটের হার বেড়েছে প্রায় সাড়ে ৮ শতাংশ। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ভোটের এই বাড়তি হার বদলের ইঙ্গিত কি?
