shono
Advertisement
Maha Kumbh

মহাকুম্ভে 'বিশ্বাসের মহাসাগরে' আস্থার ডুব ৪০ কোটি পুণ্যার্থীর, আগামী সপ্তাহে যাবেন রাষ্ট্রপতি মুর্মুও

কুম্ভমেলা শেষ হতে এখনও বাকি উনিশ দিন।
Published By: Hemant MaithilPosted: 04:47 PM Feb 07, 2025Updated: 04:47 PM Feb 07, 2025

হেমন্ত মৈথিল, মহাকুম্ভ নগর: প্রয়াগরাজের মহাকুম্ভ যেন পরিণত হয়েছে 'বিশ্বাসের মহাসাগরে'। বিশ্বের নানা প্রান্তে সাড়া ফেলে দিয়েছে এই ধর্মীয় সমাবেশ। মেলা শেষ হতে এখনও বাকি উনিশ দিন। কিন্তু এর মধ্যেই মোক্ষলাভের উদ্দেশে ত্রিবেণী সঙ্গমে ডুব দিয়ে দিয়েছেন ৪০ কোটি পুণ্যার্থী। সাধু-সন্ত, সাধারণ মানুষের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং থেকে বলিউড-হলিউড তারকার পবিত্র গঙ্গায় আস্থার ডুব দিয়েছেন। আমেরিকা, ব্রিটেন, এমনকি পাকিস্তানের মতো দেশ থেকেও শয়ে শয়ে ভক্ত জমাচ্ছেন প্রয়াগরাজে। আগামী সপ্তাহে যাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও।

Advertisement

মকর সংক্রান্তি, মৌনী অমাবস্যা ও বসন্ত পঞ্চমী মিলিয়ে তিনটি অমৃতস্নানেই কোটি কোটি পুণ্যার্থী যোগ দিয়েছিলেন। এখনও মহাকুম্ভের উন্মাদনা তুঙ্গে। ১৩ জানুয়ারি সূচনা হয়েছিল এই মেলার। হিসাব বলছে, সেদিন থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত দেশ-বিদেশের মোট ৪০ কোটি ভক্ত কুম্ভে স্নান সেরেছেন। এই ৪০ কোটির মধ্যে বিদেশি পুণ্যার্থীর সংখ্যা ১০ লক্ষ। এছাড়া আজ সকাল ১০টার মধ্যে আরও প্রায় সাড়ে ৪২ লক্ষ ভক্ত পবিত্র গঙ্গায় ডুব দেন। পরিসংখ্যান অনুযায়ী, মৌনী অমাবস্যায় ৮ কোটি, মকর সংক্রান্তিতে প্রায় ৪ কোটি ভক্ত অমৃতস্নান করেছিলেন। ৩০ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি, ২ কোটিরও বেশি ভক্ত গঙ্গায় ডুব দিয়েছেন। পৌষ পূর্ণিমায় এই সংখ্যাটা ছিল প্রায় ২ কোটি, বসন্ত পঞ্চমীতে আড়াই কোটির উপর।

এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, গোটা মন্ত্রিসভা নিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল, হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সাইনি, মণিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিং, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, অর্জুন রাম মেঘওয়াল, শ্রীপদ ​​নায়েক, বিজেপি সাংসদ সুধাংশু ত্রিবেদী, রাজ্যসভার সাংসদ সুধা মূর্তি। কুম্ভে আসেন বিরোধী নেতারাও। সেই তালিকায় রয়েছেন, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা প্রসাদ পান্ডে, গোরখপুরের সাংসদ রবি কিষাণ। রয়েছেন বলিউড ও খেলার দুনিয়ার তারকারাও। হেমা মালিনী, ভাগ্যশ্রী, ঈশা গুপ্তা, অনুপম খের, মিলিন্দ সোমান, অলিম্পিক পদকজয়ী সাইনা নেহওয়াল, ক্রিকেটার সুরেশ রায়না, কুস্তিগীর খালি, কোরিওগ্রাফার রেমো ডি সুজাও পবিত্র গঙ্গায় ডুব দিয়েছেন। এছাড়া ১০ ফেব্রুয়ারি কুম্ভে গিয়ে আস্থার ডুব দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও। যোগী সরকার আশা করছে, সব মিলিয়ে আগামী ১৯ দিনে ত্রিবেণী সঙ্গমে স্নান করা পুণ্যার্থীর সংখ্যা ৫০ কোটি ছাড়িয়ে যাবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রয়াগরাজের মহাকুম্ভ যেন পরিণত হয়েছে 'বিশ্বাসের মহাসাগরে'।
  • বিশ্বের নানা প্রান্তে সাড়া ফেলে দিয়েছে এই ধর্মীয় সমাবেশ।
  • মোক্ষলাভের উদ্দেশে ত্রিবেণী সঙ্গমে ডুব দিয়ে দিয়েছেন ৪০ কোটি পুণ্যার্থী।
Advertisement