সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনের পর দিন হেনস্তার শিকার! ওড়িশায় গায়ে আগুন দিলেন আরও এক কলেজ তরুণী! গত ছ'মাসে এ রকম ঘটনা এই নিয়ে পঞ্চম বার ঘটল ওড়িশায়।
গত শুক্রবার সুন্দরগড় জেলার লাঞ্জিবেরণার বাড়িতে রাতে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই তরুণী। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর শরীর প্রায় ৯০ শতাংশ পুড়ে গিয়েছে। ঘটনার পর পুলিশে অভিযোগ দায়ের করেছিল তরুণীর পরিবার। তার ভিত্তিতে তদন্তে নেমে বছর পঁচিশের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সুন্দরগড়ের পুলিশ সুপার অমৃতপাল কৌর বলেন, "প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত অনেক দিন ধরেই তরুণীকে হেনস্তা করছিল।"
তরুণী মা জানিয়েছেন, ঘটনার আগে তাঁর মেয়ে হুমকি ফোনও পেয়েছিলেন। মায়ের কথায়, "রাতে সময় মতোই ঘুমিয়ে পড়েছিল বাড়ির সকলে। মেয়ে পড়াশোনা করছিল। হঠাৎ চিৎকারে আমাদের ঘুম ভাঙে। গিয়ে দেখি মেয়ে গায়ে আগুন দিয়েছে। একটা হুমকি ফোন পাওয়ার পরেই ও আত্মহত্যার চেষ্টা করেছিল।" পরিবারের লোকেরাই দ্বিতীয় বর্ষের ওই কলেজ তরুণীকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান প্রথমে। পরে সেখান থেকে তাঁকে ইস্পাত জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতাল জানিয়েছে, তরুণীর অবস্থা অত্যন্তই সঙ্কটজনক।
গত ছ'মাসে পর পর এই ধরনের ঘটনায় স্বাভাবিক ভাবেই জনমানসে উদ্বেগ তৈরি হয়েছে। গত ১৪ জুলাই ভুবনেশ্বর এইমসে চিকিসাধীন অবস্থায় মৃত্যু হয়েছিল যৌন হেনস্তার শিকার হয়ে গায়ে আগুন দেওয়া এক কলেজ তরুণীর। অভিযোগ, তাঁকে যৌন হেনস্থা করেছিলেন কলেজেরই এক অধ্যাপক। সেই অধ্যাপককে পরে গ্রেফতারও করেছে পুলিশ। পুরীতেও একই ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় আগুনে দ্বগ্ধ হওয়া তরুণীর পরে মৃত্যুও হয় দিল্লি এইমসে। এখনও ওই ঘটনার তদন্ত চলছে। গত অগস্ট মাসেও এ রকম দু'টি ঘটনা ঘটেছিল ওড়িশায়। একটি ঘটনায় মৃত্যু হয়েছিল বছর কুড়ির এক কলেজ তরুণীর। অভিযুক্ত পরে গ্রেফতারও হন। অন্য ঘটনায় মৃত্যু হয় ১৩ বছরের এক স্কুলছাত্রীর।
