shono
Advertisement
Odisha

এমারজেন্সির সময় জেলবন্দিদের মাসে ২০ হাজার পেনশন, ঘোষণা ওড়িশা সরকারের

কংগ্রেসকে অস্বস্তিতে ফেলে বড় ঘোষণা ওড়িশার মুখ্যমন্ত্রীর।
Published By: Kishore GhoshPosted: 06:07 PM Jan 13, 2025Updated: 06:14 PM Jan 13, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লি বিধানসভা ভোটের আগে কংগ্রেসকে অস্বস্তিতে ফেলে বড় ঘোষণা ওড়িশার বিজেপি সরকারের। কেন্দ্রে ইন্দিরা গান্ধী সরকারের আমলে 'জরুরি অবস্থা' চলাকালীন যাঁরা জেলবন্দি হয়েছিলেন, এবার থেকে তাঁদের মাসিক ২০ হাজার টাকা করে পেনশন দেবে ওড়িশার বর্তমান সরকার। সোমবার সরকারি নোটিস জারি করে এই ঘোষণা করেন স্বয়ং মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি।

Advertisement

গত ২ জানুয়ারি ওড়িশার মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, জরুরি অবস্থার সময় অভ্যন্তরীণ নিরাপত্তা ও প্রতিরক্ষা আইনে যাঁদের গ্রেপ্তার করা হয়েছিল, তাঁদের মাসে ২০ হাজার টাকা করে ভাতা দেবে তাঁর সরকার। সেই মতোই সোমবার সরকারি নোটিস জারি করা হল। পাশাপাশি এদিন জানা গেল, এমারজেন্সির সময় জেলবন্দি থাকা জীবিত ব্যক্তিরা বিনামূল্যে সরকারি চিকিৎসা পরিষেবাও পাবেন। ওড়িশা সরকারের নোটিসে বলা হয়েছে, ১ জানুয়ারি, ২০২৫-এর যাঁরা জীবিত রয়েছেন, যাঁরা একদিন বা দীর্ঘদিন জেলবন্দি ছিলেন, সকলেই পেনশনের যোগ্য।

প্রসঙ্গত, ২৫ জুন, ১৯৭৫ থেকে ২১ মার্চ ১৯৭৭ অবধি দেশে লাগু ছিল জরুরি অবস্থা। ওই সময় গোটা দেশের কয়েক শো রাজনৈতিক ও সাংস্কতিক কর্মীকে 'জাতীয় নিরাপত্তার জন্য় বিপজ্জনক' আখ্যা দিয়ে গ্রেপ্তার করা হয়েছিল। রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি, এমারজেন্সির সময় গ্রেপ্তার হওয়া অধিকাংশ ব্যক্তি আজ আর জীবিত নেই। দিল্লিতে ভোটের মুখে ওড়িশা সরকারের এই ঘোষণা আসলে ভারতীয় গণতন্ত্রের কালোদিন মনে করিয়ে বিজেপির প্রধান প্রতিপক্ষ কংগ্রেসকে অস্বস্তিতে ফেলা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২৫ জুন, ১৯৭৫ থেকে ২১ মার্চ ১৯৭৭ অবধি দেশে লাগু ছিল জরুরি অবস্থা।
  • এমারজেন্সির সময় জেলবন্দি থাকা জীবিত ব্যক্তিরা বিনামূল্যে সরকারি চিকিৎসা পরিষেবাও পাবেন।
Advertisement