shono
Advertisement
India

ঢাকায় আইএসআই প্রধান, 'নিরাপত্তার স্বার্থে যেকোনও পদক্ষেপ', হুঁশিয়ারি দিল্লির

একাত্তরের গণহত্যা ভুলে ইউনুসের 'নতুন' বাংলাদেশ এখন কাছে টানছে পাকিস্তানকে।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 10:32 AM Jan 25, 2025Updated: 10:49 AM Jan 25, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত বিরোধিতার ঢেউ উঠেছে বাংলাদেশে। এই সুযোগকেই কাজে লাগিয়ে ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে পাকিস্তান। ঢাকার সঙ্গে মজবুত সম্পর্ক গড়ে তুলতে মরিয়া তারা। ইসলামাবাদের সঙ্গে দহরম মহরম বাড়িয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসও। এমনকী কয়েকদিন আগে ঢাকা সফরে গিয়েছিল পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের প্রতিনিধি দল। যা নিয়ে সিঁদুরে মেঘ দেখছে দিল্লি। হুঁশিয়ারি দিয়ে বিদেশমন্ত্রক সাফ জানিয়ে দিয়েছে, গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। ভারতের নিরাপত্তা নিয়ে কোনও প্রশ্ন উঠলে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।    

Advertisement

এক সময় 'ভারতবন্ধু' হিসাবেই পরিচিত ছিল বাংলাদেশের। কিন্তু শেখ হাসিনার পতন ও রাজনৈতিক পালাবদলের পর এই কথা যেন বদলে যাচ্ছে। একাত্তরের গণহত্যা ভুলে ইউনুসের 'নতুন' বাংলাদেশ এখন কাছে টানছে পাকিস্তানকে। সম্প্রতি ইসলামাবাদে গিয়েছিলেন বাংলাদেশের সেনাকর্তারা। এরপর গত ২১ জানুয়ারি সূত্র মারফৎ জানা যায়, পাকিস্তানের চার সদস্যের একটি উচ্চ পর্যায়ের সেনার প্রতিনিধি দল ঢাকায় পৌঁছেছে। সেই দলেই রয়েছেন আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসিম, ও আর এক অফিসার। বাংলাদেশের সেনার অফিসারদের সঙ্গে নাকি বৈঠকও করেছেন তাঁরা। তবে এই গোপন সাক্ষাতের বিষয়ে মুখে কুলুপ দুদেশের।

কিন্তু বাংলাদেশ-পাকিস্তানের এই 'আঁতাত' মোটেই হালকাভাবে নিচ্ছে না ভারত। দুই পড়শি দেশের এই পারস্পরিক প্রীতি নিয়ে গতকাল শুক্রবার প্রশ্ন করা হয় বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে। উত্তরে হুঁশিয়ারি সুরে তিনি সাফ জানান, "আমাদের দেশের চারপাশে কী কী হচ্ছে আমরা সব সময় তা নজরে রাখি। পড়শি দেশে যা হচ্ছে সেগুলো সম্পর্কেও আমরা অবগত। যদি আমাদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনও সম্ভাবনা তৈরি হয় তাহলে প্রয়োজনে যেকোনও পদক্ষেপ করা হবে।"

বিশেষজ্ঞদের বক্তব্য, কার্যত জামাত পরিচালিত ইউনুস সরকারের বর্তমান নীতিই হল ভারত বিরোধিতা। এতদিনে তা জানতে বাকি নেই ইসলামাবাদেরও। ফলে তারাও ভারতের বিরোধিতায় এই সুযোগ কাজে লাগাচ্ছে। পুরনো রাগ মেটাতে উঠে পড়ে লেগেছে পাকিস্তান। বাংলাদেশে গাজীপুরের সমরাস্ত্র নির্মাণের কারখানায় তাদের ‘শাহীন’ সিরিজের ক্ষেপণাস্ত্র বানানোর প্রস্তাব দিয়েছে পাকিস্তান। বলা বাহুল্য, বাংলাদেশের হাতে পাকিস্তানি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র থাকলে পূর্ব ও পশ্চিম— দুই সীমান্তেই চাপে থাকবে ভারত। সব মিলিয়ে দিল্লির উদ্বেগের যথেষ্ঠ কারণ রয়েছে বলেই মনে করা হচ্ছে।

এছাড়া হাসিনাহীন বাংলাদেশে সন্ত্রাসী কার্যকলাপ বাড়িয়ে তুলেছে আনসারুল্লা বাংলা টিম (এবিটি)। যাদের যোগাযোগ রয়েছে বিভিন্ন পাক জঙ্গি সংগঠনের সঙ্গে। আল কায়দার এই ছায়া সংগঠনটির এখন ভারতকে রক্তাক্ত করার ছক কষছে। ভারতজুড়ে স্লিপার সেল তৈরির পরিকল্পনা করছে। তরুণ প্রজন্মের মগজধোলাই করে জেহাদের বিষ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে জঙ্গিরা। সবটাই হচ্ছে মহম্মদ ফারহান ইসরাকের নেতৃত্বে। এই ইসরাক আনসারুল্লা বাংলা টিমের প্রধান জসীমউদ্দিন রহমানির খুব কাছের সহযোগী। প্রসঙ্গত, পরিবর্তনের বাংলাদেশে সম্প্রতি এই রহমানিকেই জেল থেকে ছেড়ে ইউনুস সরকার।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারত বিরোধিতার ঢেউ উঠেছে বাংলাদেশে। এই সুযোগকেই কাজে লাগিয়ে ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে পাকিস্তান।
  • ইসলামাবাদের সঙ্গে দহরম মহরম বাড়িয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসও।
  • কয়েকদিন আগে ঢাকা সফরে গিয়েছিল পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের প্রতিনিধি দল। যা নিয়ে সিঁদুরে মেঘ দেখছে দিল্লি।
Advertisement