shono
Advertisement
Mahakumbh

যোগীর আমন্ত্রণে সাড়া, মহাকুম্ভে অমৃতস্নানে যেতে পারেন প্রধানমন্ত্রী

কেন্দ্রে মোদি ক্ষমতায় আসার পরে এটাই প্রথম মহাকুম্ভ।
Published By: Subhajit MandalPosted: 03:47 PM Jan 16, 2025Updated: 04:15 PM Jan 16, 2025

নন্দিতা রায়, নয়াদিল্লি: প্রয়াগরাজের মহাকুম্ভে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি! জোরালো হচ্ছে সম্ভাবনা। তবে এখনই প্রয়াগরাজ যাবেন না মোদি। ভিড় খানিকটা কমলে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর।

Advertisement

দিন কয়েক আগেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দিল্লিতে এসে মোদিকে মহাকুম্ভে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানান। সূত্রের খবর, মহাকুম্ভে অংশ গ্রহণের ইচ্ছা তাঁরও যে রয়েছে, সেকথা যোগীকে নিজমুখেই জানিয়েছেন প্রধানমন্ত্রী। তবে, মহাকুম্ভের জন্য বর্তমানে প্রয়াগরাজে যে বিপুল জনসমাগম হচ্ছে তাতে প্রধানমন্ত্রী সেখানে গেলে নিরাপত্তার কড়াকড়ির কারণে মানুষকে অসুবিধার সম্মুখীন হতে হবে। সেই সম্ভাবনার কথা মাথায় রেখে কিছুদিন পরে প্রধানমন্ত্রী প্রয়াগরাজ যেতে পারেন বলে সূত্রের খবর।

জানুয়ারি মাসের ১৩ তারিখ থেকে শুরু হওয়া মহাকুম্ভ চলবে সেই শিবরাত্রি অর্থাৎ ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। মঙ্গলবারে প্রথম অমৃত স্নান হওয়ার পর, ফের অমৃতস্নানের যোগ রয়েছে চলতি মাসের ২৯ তারিখ মৌনি অমাবস্যা, ফেব্রুয়ারি মাসের ৩ তারিখে বসন্ত পঞ্চমী, ১২ তারিখ মাঘী পূর্ণিমা এবং ২৬ ফেব্রুয়ারি শিবরাত্রির দিনে। প্রধানমন্ত্রী মহাকুম্ভে অংশগ্রহণ করলে তা অমৃতস্নান যোগেই করবেন নাকি তার মাঝে কোনো একদিন যাবেন সেই বিষয়টি অবশ্য এখনও পাকা হয়নি।

কেন্দ্রে মোদি ক্ষমতায় আসার পরে এটাই প্রথম মহাকুম্ভ। আবার সেটাও হচ্ছে ডবল ইঞ্জিন সরকারের রাজ্য উত্তরপ্রদেশে। গত বছরের ডিসেম্বর মাসে প্রয়াগরাজে গিয়ে মোদি মহাকুম্ভের প্রস্তুতি পর্ব দেখে এসেছিলেন। এবার প্রধানমন্ত্রী মহাকুম্ভে অংশও নিতে চান। মোদির মহাকুম্ভে স্নান বিজেপির রাজনীতির অস্ত্র হিসাবেও আগামী দিনে কাজে লাগতে পারে বলে মনে করছে গেরুয়া শিবির।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রয়াগরাজের মহাকুম্ভে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি!
  • ভিড় খানিকটা কমলে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর।
  • দিন কয়েক আগেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দিল্লিতে এসে মোদিকে মহাকুম্ভে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানান।
Advertisement