shono
Advertisement
Republic Day

'সোনালি ভারত' থিমে বিশেষ 'কেসরিয়া' পাগড়ি, সাধারণতন্ত্র দিবসে নজর কাড়ল মোদির ফ্যাশন

স্বাধীনতা দিবস হোক বা সাধারণতন্ত্র দিবস- প্রত্যেকটি জাতীয় অনুষ্ঠানেই নজর কাড়ে প্রধানমন্ত্রীর পোশাক।
Published By: Anwesha AdhikaryPosted: 12:52 PM Jan 26, 2025Updated: 12:52 PM Jan 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'স্বর্ণিম ভারত- ঐতিহ্য এবং বিকাশ'- এই থিমের উপর ভিত্তি করে দেশজুড়ে পালিত হচ্ছে ৭৬ তম সাধারণতন্ত্র দিবস। সেই থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে বিশেষ পাগড়িতে সাজলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বর্ণিম অর্থাৎ সোনালি ভারতের চিহ্ন হিসাবে তাঁর পাগড়িতে ছিল কাঁচা সোনার উজ্জ্বল হলুদ রঙ। লাল রঙের ছোঁয়াও ছিল প্রধানমন্ত্রীর পাগড়ি।

Advertisement

স্বাধীনতা দিবস হোক বা সাধারণতন্ত্র দিবস- প্রত্যেকটি জাতীয় অনুষ্ঠানেই নজর কাড়ে প্রধানমন্ত্রীর পোশাক। বিশেষত মোদি কেমন পাগড়ি পরছেন, সেই নিয়ে চলে চুলচেরা বিশ্লেষণ। প্রধানমন্ত্রীর পাগড়ির নেপথ্যে কোনও রাজনৈতিক বার্তা রয়েছে কিনা, আলোচনা হয় সেই নিয়েও। তাই প্রতিবারই নতুন ধরনের সাজে এই বিশেষ দিনগুলি পালন করেন তিনি।

৭৬ তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষেও বিশেষ পাগড়ি পরে কর্তব্যপথের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। এদিন তাঁর মাথায় ছিল লাল-হলুদ রঙের মিশেলে 'কেসরিয়া' পাগড়ি। প্রধানমন্ত্রীর পরনে ছিল সাদা কুরতা-পাজামা। সঙ্গে খয়েরি রঙের বন্ধগলা। বিশ্লেষকদের মতে, স্বর্ণিম ভারতের প্রতীক হিসাবেই সোনালি রঙা পাগড়ি পরেছেন মোদি। তবে এই 'কেসরিয়া' পাগড়িটি কোন রাজ্যে তৈরি, সেই নিয়ে বিশদে কিছু জানা যায়নি।

উল্লেখ্য, গত বছর সাধারণতন্ত্র দিবসে মোদির সাজে ছিল গুজরাটি ছোঁয়া। বাঁধনির পাগড়ি বা সাফা পরে উপস্থিত হয়েছিলেন তিনি। সঙ্গে সাদা শার্ট এবং খয়েরি জওহর কোট। আবার ৭৪ তম সাধারণতন্ত্র দিবসে রাজস্থানি সাফা পরেছিলেন। প্রসঙ্গত, ২০১৪ সাল থেকেই স্বাধীনতা দিবসে নজর কেড়েছে প্রধানমন্ত্রীর পাগড়ি। গত দশ বছরে দশটি আলাদা রকমের পাগড়ি পরে পতাকা উত্তোলন করেছেন মোদি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • স্বর্ণিম অর্থাৎ সোনালি ভারতের চিহ্ন হিসাবে তাঁর পাগড়িতে ছিল কাঁচা সোনার উজ্জ্বল হলুদ রঙ।
  • ৭৬ তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষেও বিশেষ পাগড়ি পরে কর্তব্যপথের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী।
  • গত বছর সাধারণতন্ত্র দিবসে মোদির সাজে ছিল গুজরাটি ছোঁয়া। বাঁধনির পাগড়ি বা সাফা পরে উপস্থিত হয়েছিলেন তিনি।
Advertisement