shono
Advertisement
PMO

স্বাধীনতার পর প্রথমবার, সাউথ ব্লক থেকে সরছে প্রধানমন্ত্রীর দপ্তর, কোথায় বসবেন মোদি?

কী হবে প্রধানমন্ত্রীর বর্তমান দপ্তরের?
Published By: Subhajit MandalPosted: 05:49 PM Oct 15, 2025Updated: 07:21 PM Oct 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাধীনতার পর প্রথমবার। বদলে যাচ্ছে প্রধানমন্ত্রীর দপ্তরের ঠিকানা। সাউথ ব্লকের ঐতিহাসিক ভবন ছেড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবার পা রাখবেন নতুন দপ্তরে। সেন্ট্রাল ভিস্তা প্রকল্পে তৈরি নতুন প্রশাসনিক ভবনের এগজিকিউটিভ এনক্লেভ-১-এর সেবা তীর্থ-১-এ প্রধানমন্ত্রীর ওই নতুন দপ্তর তৈরি হয়েছে। সব ঠিক থাকলে দিওয়ালির পরই ওই নতুন ভবনে সরছে প্রধানমন্ত্রী মোদির দপ্তর।

Advertisement

সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অধীনে এই মোদি সরকারই প্রধানমন্ত্রীর এই নতুন দপ্তর তৈরি করেছে। সূত্রের খবর, সেবা তীর্থ-১-তে প্রধানমন্ত্রীর দপ্তর স্থানান্তরিত হবে। তার পাশে, সেবা তীর্থ-২ তে মন্ত্রিসভার সচিবালয়, সেবা তীর্থ-৩-এ জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের দপ্তর তৈরি হতে চলেছে। স্বাধীনতার পর এই প্রথম বদল হতে চলেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঠিকানা। গত ১৪ অক্টোবর ক্যাবিনেট সচিব টি. ভি. সোমনাথন এই দপ্তর স্থানান্তর নিয়ে উচ্চপর্যায়ের একটি বৈঠক করেছেন। সেনাপ্রধান, নৌ সেনাপ্রধান, বায়ুসেনা প্রধান ও চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহানও উপস্থিত ছিলেন।

সব ঠিক থাকলে দিওয়ালির পরপরই প্রধানমন্ত্রীর দপ্তর নতুন ঠিকানায় স্থানান্তরিত হচ্ছে। সেন্ট্রাল ভিস্তা এলাকায় কর্তব্য পথ বরাবর বিস্তৃত এই প্রকল্পে আধুনিক, আরও সংযুক্ত এবং আরও পরিবেশবান্ধব হবে বিভিন্ন সরকারি দপ্তর। বর্তমানে যে সাউথ ব্লক ও নর্থ ব্লকে গুরুত্বপূর্ণ সব মন্ত্রক রয়েছে, সেই সুসজ্জিত ভবনগুলি সংরক্ষিত হবে। আগামী দিনে এগুলিকে যুগ–যুগিন ভারত সংগ্রহালয় হিসাবে গড়ে তোলা হবে। যেখানে ভারতের রাজনৈতিক ইতিহাসের বিভিন্ন নিদর্শন সংরক্ষিত হবে।

কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার দীর্ঘদিন ধরেই বলে আসছে, তাঁদের লক্ষ্য ঔপনিবেশিক মানসিকতা থেকে এবার বেরিয়ে আসা। ব্রিটিশ আমলে তৈরি নানা জিনিসের খোলনলচে পালটে ফেলার সময় এসেছে। এই প্রকল্পের মূল পরিকল্পনা ও মাস্টারপ্ল্যান তৈরি হয়েছিল ২০১৯ সালের সেপ্টেম্বরে। যে ২০ হাজার কোটি টাকার কথা বলা হচ্ছে সে সম্পর্কেও জানানো হয়েছে সংসদের নতুন ভবন, সেন্ট্রাল ভিস্তা অ্যাভিনিউ, আরও বহু ভবন ইত্যাদি মিলিয়ে যা খরচ হবে তারই একটি আনুমানিক মূল্য ওই অঙ্ক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অধীনে এই মোদি সরকারই প্রধানমন্ত্রীর এই নতুন দপ্তর তৈরি করেছে।
  • সূত্রের খবর, সেবা তীর্থ-১-তে প্রধানমন্ত্রীর দপ্তর স্থানান্তরিত হবে।
  • তার পাশে, সেবা তীর্থ-২ তে মন্ত্রিসভার সচিবালয়, সেবা তীর্থ-৩-এ জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের দপ্তর তৈরি হতে চলেছে।
Advertisement