সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্বাচনের ঢাকে কাঠি পড়তেই কালো টাকার ফোয়ারা ছুটছে দিল্লিতে! মঙ্গলবার রুটিন তল্লাশি চলাকালীন গাড়ি থেকে উদ্ধার হল ৪৭ লক্ষ টাকা। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে নির্বাচনে ব্যবহার করতে এই টাকা আনা হচ্ছিল। কাকে ওই টাকা দেওয়ার কথা ছিল তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লির ভাগ্য নির্ধারণ করতে চলেছে সেখানকার জনতা। পরিবর্তন নাকি প্রত্যাবর্তন, এই অঙ্ক কষতে শুরু করেছে রাজনৈতিক মহল। জোর কদমে শুরু হয়েছে প্রচার। তবে ভোটের লড়াইয়ে ঘুরপথে ফায়দা তুলতে দিল্লিতে যে বিপুল পরিমাণ কালো টাকা ঢোকানো হচ্ছে তেমন আভাষ ছিলই। সেই মতো চলছিল তল্লাশি অভিযান। মঙ্গলবার দিল্লির সঙ্গম বিহার এলাকায় তল্লাশি চালানোর সময় সন্দেহজনক একটি গাড়িকে আটকায় স্ট্যাটিক সারভাইল্যান্স টিম (SST)। গাড়িতে তল্লাশি চালাতেই নজরে পড়ে তাতে রাখা রয়েছে রাশি রাশি টাকা।
পুলিশের তরফে জানানো হয়েছে, গাড়ির চালক ওই এলাকারই বাসিন্দা বছর ২৪-এর ভাসিম মালিক। বিপুল পরিমাণ এই টাকার সপক্ষে কোনও কাগজপত্র দেখাতে পারেনি অভিযুক্ত। কোথা থেকে কাকে দেওয়ার জন্য সে এই টাকা আনছিল তা জানতে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। অনুমান করা হচ্ছে, নির্বাচনে ব্যবহার করতেই আনা হচ্ছিল টাকা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
উল্লেখ্য, আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লির বিধানসভা নির্বাচন উপলক্ষে সম্মুখ সমরে নেমেছে আপ, কংগ্রেস ও বিজেপি। চলছে প্রতিশ্রুতির বন্য। এহেন পরিস্থিতির মাঝেই ভোট উপলক্ষে রাজধানীতে ঢুকছে রাশি রাশি টাকা। নির্বাচনে বেআইনি টাকার ব্যবহার রুখতে কোমর বেঁধে নেমেছে নির্বাচন কমিশন।