shono
Advertisement

ভারতীয় আধার কার্ড দেখিয়ে উত্তরাখণ্ডে ঢুকছে নেপালের নাগরিক! চিন্তায় প্রশাসন

লকডাউনের পর দু'দেশের মধ্যে ফের যাতায়াত শুরু হতেই বিষয়টা চোখে পড়েছে।
Posted: 04:45 PM Dec 10, 2020Updated: 04:45 PM Dec 10, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভৌগালিক অবস্থানের কারণে উত্তরাখণ্ড (Uttarakhand) -এর সঙ্গে নেপালের যোগাযোগ বহু পুরনো। এই অঞ্চলের বসবাসকারী মানুষরা তাই নিজেদের মধ্যে কোনও বিভাজন টানেন না! ভেদাভেদ করেন না। সবাই মিলেমিশে থাকতে চান! আর সেই কারণেই নাকি ভারতীয় আধার কার্ডও বানিয়ে ফেলেছে অনেকে। শুধু তাই নয়, নেপালে থেকে ভারতে ঢোকার সময় পরিচয়পত্র দেখতে চাইলে ভারতীয় আধার কার্ডও দেখাচ্ছে সীমান্ত কর্তব্যরত আধিকারিকদের। যার ফলে চোখ কপালে উঠেছে স্থানীয় প্রশাসনের। বিষয়টি ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানও হয়েছে।

Advertisement

বুধবার এপ্রসঙ্গে আলোচনার সময় নিজের উৎকন্ঠা চেপে রাখতে পারেননি উত্তরাখণ্ডের বনবাসা (Banbasa) সীমান্তের কাছে অবস্থিত ছোট্ট শহর টনকপুরের মহকুমাশাসক হিমাংশু কলিতা। নেপালের দিক থেকে ওই সীমান্ত পেরিয়ে যারা আসছে তাদের মধ্যে বেশির ভাগের কাছে ভারতীয় আধার কার্ড রয়েছে বলে দাবি করেন তিনি। জানান, যেভাবে বেশির ভাগ নেপালি আধার কার্ড দেখিয়ে ভারতে আসছে তাতে দেশের নিরাপত্তার ক্ষেত্রে বড় বিপদ হতে পারে বলে আশঙ্কা হচ্ছে। ইতিমধ্যেই বিষয়টি উচ্চতর কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

[আরও পড়ুন: ‘আত্মনির্ভর ভারতের সাক্ষী নতুন সংসদ’, ভিত্তি স্থাপনের পর ‘ইন্ডিয়া ফার্স্টে’র শপথ প্রধানমন্ত্রীর ]

এপ্রসঙ্গে হিমাংশু আরও বলেন, ভারতে প্রবেশ করার সময় এখানকার কোনও কোম্পানিতে কাজ করছে তার কাগজ দেখালেই ছেড়ে দেওয়া হয়। কিন্তু, এবার লকডাউন খোলার পর পরিচয়পত্র চাইলে নেপালের দিক থেকে আসা অনেক মানুষ ভারতীয় আধার কার্ড দেখাচ্ছে। আধার কার্ড বসবাসের প্রমাণপত্র বলে আমরাও মেনে নিতে বাধ্য হচ্ছি।

[আরও পড়ুন: ‘ধর্ষণের মানসিকতা তৈরি করে সিনেমার আইটেম ডান্স, চটুল বিজ্ঞাপন’, মন্তব্য RJD নেতার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement