shono
Advertisement
Delhi

দিল্লি বিস্ফোরণে পুলওয়ামা কানেকশন! অভিশপ্ত গাড়ি কাশ্মীরের তারিককে বিক্রি করে ফরিদাবাদের নাদিম

তারিককে আটক করা হয়েছে।
Published By: Suhrid DasPosted: 01:22 AM Nov 11, 2025Updated: 01:22 AM Nov 11, 2025

নন্দিতা রায়, নয়াদিল্লি: দিল্লি বিস্ফোরণে পুলওয়ামা কানেকশন! প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় লালকেল্লার সামনে যে গাড়িটিতে বিস্ফোরণ ঘটে সেটির বর্তমান মালিক তারিক নামের এক ব্যক্তি। জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা সে। তারিককে হোন্ডাই I-10 গাড়িটি বিক্রি করে ফরিদাবাদ থেকে ধৃত নাদিম খান নামের এক ব্যক্তি। তাঁকে জেরা করেই তারিকের কথা জানতে পারেন তদন্তকারীরা। ইতিমধ্যে তারিককে আটক করা হয়েছে। চলছে জেরা। এবার প্রশ্ন উঠছে, পুলওয়ামা হামলার ধাঁচেই কি রাজধানীতে রক্তাক্ত করার ছক ছিল সন্ত্রাসবাদীদের?

Advertisement

সূত্রের খবর, হোন্ডাই গাড়িটি একাধিক বার হাতবদল হয়েছে। এই হস্তান্তর হয়েছে জান নথির মাধ্যমে। ফলে তদন্তকারীরা মনে করছেন, নাশকতার জন্যই গাড়িটিকে কেনা হয়ে থাকতে পারে। সোমবার সন্ধেয় দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ হয়। বিস্ফোরণ হওয়া গাড়িটির নম্বর HR26 CE 7674। সেই সূত্র ধরেই তারিকের সন্ধান পান তদন্তকারীরা। সেখান থেকেই নাদিমের খোঁজ মেলে। তাহলে কি দিল্লির এই ঘটনার সঙ্গে জড়িয়ে পুলওয়ামা কানেকশন? 

তারিককে জেরা করছেন তদন্তকারীরা।

উল্লেখ্য, ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলা হয়েছিল। সিআরপিএফের  কনভয়ে বিস্ফোরক বোঝাই একটি গাড়ি ধাক্কা মারে। বিস্ফোরণে কেঁপে উঠেছিল এলাকা। ওই সন্ত্রাসবাদী হামলায় মোট ৪০ জন জওয়ান শহিদ হন। এবারও কি জঙ্গিদের তেমনই কোনও ছক ছিল? দিল্লির ঘটনা সেই প্রশ্ন উসকে দিচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দিল্লি বিস্ফোরণে পুলওয়ামা কানেকশন!
  • প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় লালকেল্লার সামনে যে গাড়িটিতে বিস্ফোরণ ঘটে সেটির বর্তমান মালিক তারিক নামের এক ব্যক্তি।
Advertisement