shono
Advertisement
Ajit Pawar

অজিত পুত্রের কুকীর্তি! মহারাষ্ট্রে বিরাট জমি দুর্নীতিতে বিদ্ধ উপমুখ্যমন্ত্রীর ছেলে, অশান্তি শাসকজোটে

১৮০০ কোটি টাকার সম্পত্তি মাত্র ৩০০ কোটিতে বিক্রি!
Published By: Amit Kumar DasPosted: 08:56 PM Nov 08, 2025Updated: 09:00 PM Nov 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এনডিএ শাসিত মহারাষ্ট্রে বিরাট জমি দুর্নীতির অভিযোগ। ১৮০০ কোটি টাকার সরকারি সম্পত্তি বিক্রি করা হল নামমাত্র দামে। স্ট্যাম্প ডিউটি হিসেবে নেওয়া হল মাত্র ৫০০ টাকা। এই ঘটনায় নাম জড়াল উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের পুত্র পার্থ পওয়ারের বিরুদ্ধে। ঘটনা সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে।

Advertisement

সম্প্রতি মহারাষ্ট্রের ইনস্পেক্টর জেনারেল অফ রেজিস্ট্রেশনের তরফে একটি অন্তর্বর্তীকালীন রিপোর্ট প্রকাশ করা হয়। যেখানে দেখা যাচ্ছে, পুণের মুন্ধওয়া সরকারের ৪৩ একর জমি বিক্রি করা হয়েছে। ১৮০০ কোটি টাকার মূল্যের এই জমি মাত্র ৩০০ কোটি টাকায় বিক্রি করা হয়েছে Amedia Enterprises LLP নামের এক সংস্থাকে। যে সংস্থার অন্যতম প্রধান পার্টনার অজিতের ছেলে পার্থ। নিম্নবর্গের মাহার সম্প্রদায়ের জন্য সংরক্ষিত ছিল এই জমি। যা প্রথমে Botanical Survey-কে ১৫ বছরের জন্য ইজারা দেওয়া হয় বার্ষিক ১ টাকা মূল্যে। যার মেয়াদ ছিল ২০৩৮ সাল পর্যন্ত। অনুমতি ছাড়া এই সরকারি জমি বিক্রি কার্যত অসম্ভব। সেই জমি বিক্রি হয়ে যাওয়ায় প্রশ্ন উঠতে শুরু করেছে।

যদিও রিপোর্ট স্পষ্ট জানানো হয়েছে, রীতিমতো রেজিস্ট্রি করে বিক্রি করা হয়েছে ওই জমি। যেখানে স্ট্যাম্প ডিউটি লেগেছে মাত্র ৫০০ টাকা। অথচ বাজার মূল্য অনুযায়ী যার দাম হওয়া উচিত ২১ কোটি টাকা। ৫ শতাংশ ছাড় দেওয়া হলেও এর দাম হওয়া উচিত ৬ কোটি টাকা। রিপোর্ট বলছে, চুক্তি সাক্ষর হওয়ার ২ দিন পর পর স্ট্যাম্প ডিউটি মুকুব করে দেওয়ার নির্দেশ আসে সরকারের তরফে। অজিত পুত্রের সংস্থা এই জমি নিয়েছে ডেটা সেন্টার তৈরি করার উদ্দেশে। তবে তা করার জন্য সরকারের তরফে কোনও নো অবজেকশন সার্টিফিকেট নেওয়া হয়নি। বিষয়টি সামনে আসতেই নড়েচড়ে বসেছেন খোদ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস।

ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর নির্দেশে সাসপেন্ড করা হয়েছে এক আধিকারিককে। বিশেষ তদন্ত কমিটি গঠন করে ৮ দিনের মধ্যে এই ঘটনার তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছে, অপরাধ প্রমাণিত হলে কাউকে রেয়াত করা হবে না। এই মামলায় যে এফআইআর দায়ের করা হয়েছে সেখানে ওই সংস্থা, অজিতপুত্র পার্থর সহযোগী দিগ্বিজয় পাটিলের নাম থাকলেও কোথাও পার্থ পওয়ারের নাম নেই। বিষয়টি নিয়ে শোরগোল শুরু হতেই শনিবার মুখ খুলেছেন খোদ অজিত। তিনি বলেন, "পার্থ ও তাঁর সহযোগীরা জানত না ওই জমি সরকারের।" এই ইস্যুতে মুখ খুলেছেন এনসিপি প্রধান শরদ পওয়ার। তিনি বলেন, "মুখ্যমন্ত্রী বলেছেন, অভিযোগ অত্যন্ত গুরুতর। ওঁর উচিত নিরপেক্ষ তদন্ত করে সত্যাসত্য তুলে ধরা সকলের সামনে।"

উল্লেখ্য, একটা সময় শরদ পওয়ারের এনসিপি ভেঙে বিধায়কদের সঙ্গে নিয়ে বিজেপি ও শিন্ডের শিবসেনায় যোগ দিয়েছিলেন অজিত পওয়ার। উদ্ধব ঠাকরের সরকার ভেঙে নয়া এনডিএ সরকারের উপমুখ্যমন্ত্রী হন তিনি। এরপর থেকে পরিবারের সঙ্গে দূরত্ব বেড়েছে তাঁর। ৭০ হাজার কোটি টাকার দুর্নীতিতে একসময় নাম জড়িয়েছিল খোদ অজিতের। শোনা যায়, সেই মামলা থেকে রেহাই পেতে বিজেপিতে যোগ দেন তিনি। এবার তাঁর ছেলের বিরুদ্ধে এহেন গুরুতর অভিযোগ শোরগোল ফেলে দিয়েছে। গোটা ঘটনায় মহারাষ্ট্রের শাসকজোটে ফাটলের ইঙ্গিত দিচ্ছে ওয়াকিবহাল মহল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এনডিএ শাসিত মহারাষ্ট্রে বিরাট জমি দুর্নীতির অভিযোগ।
  • ১৮০০ কোটি টাকার সরকারি সম্পত্তি বিক্রি করা হল নামমাত্র দামে।
  • স্ট্যাম্প ডিউটি হিসেবে নেওয়া হল মাত্র ৫০০ টাকা।
Advertisement