সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর কোনও রাখঢাক নয়। দিল্লিতে একেবারে সম্মুখসমরে আপ-কংগ্রেস। এতদিন দিল্লির কংগ্রেস নেতাদের নিশানা করলেও সরাসরি কংগ্রেসের কেন্দ্রীয় নেতাদের সেভাবে আক্রমণ করেনি আপ। এবার সেই সৌজন্যটুকুও রইল না। সরাসরি রাহুল গান্ধীকে নিশানা করে রাজধানীজুড়ে পোস্টার দিল আপ। আম আদমি পার্টির তৈরি করা অসৎ নেতাদের তালিকায় রাখা হল লোকসভার বিরোধী দলনেতাকেও।
দিল্লিজুড়ে আম আদমি পার্টি একটি পোস্টার দিয়েছে। তাতে বলা হয়েছে কেজরিওয়ালের সততা সব অসৎ নেতাদের পরাস্ত করবে। এই অসৎ নেতাদের যে তালিকা ওই পোস্টারে দেওয়া হয়েছে, সেই তালিকায় রয়েছেন রাহুল গান্ধীও। আপের ওই পোস্টারে হিন্দিতে লেখা হয়েছে, 'কেজরিওয়াল কি ইমানদারি, সারে বেইমানো পর পড়েগি ভারি'। বেইমান নেতাদের এই তালিকায় কারা রয়েছেন? সেই তালিকায় নরেন্দ্র মোদি, অমিত শাহ, যোগী আদিত্যনাথ, অনুরাগ ঠাকুররা যেমন রয়েছেন, তেমনই জায়গা দেওয়া হয়েছে রাহুল গান্ধী, অজয় মাকেন, সন্দীপ দীক্ষিতদেরও।
বস্তুত এতদিন দিল্লির প্রচারে কংগ্রেসকে সেভাবে গুরুত্ব দিতে চাইছিল না আপ। সেটা ইন্ডিয়া জোটের শরিক বলেই হোক, কিংবা কৌশলগত কারণেই হোক। কিন্তু ভোট যত এগিয়ে আসছে কংগ্রেসের গুরুত্ব যেন ততটাই বাড়ছে। বিশেষ করে মুসলিম অধ্যুষিত এলাকাগুলিতে। সম্ভবত সেকারণেই এবার কংগ্রেসকেও নিশানা করা হচ্ছে। হাত শিবির অবশ্য শুরু থেকেই আপকে নিশানা করছিল।
কিছুদিন আগে রাহুল গান্ধী দিল্লিতে গিয়ে কেজরিওয়ালকে নিশানা করেছিলেন। এবার পালটা আপও কংগ্রেসকে নিশানা শুরু করল। যার অর্থ, দিল্লিতে ইন্ডিয়া জোটের ফাটল দিনের আলোর মতোই স্পষ্ট হয়ে গেল।