shono
Advertisement
Congress

'মিথ্যে বলছেন রাজনাথ', নেহরু বিতর্কে সর্দার প্যাটেলের কন্যার ডায়েরি প্রকাশ কংগ্রেসের

রাজনাথ সিংকে ক্ষমা চাওয়ার দাবি কংগ্রেসের।
Published By: Amit Kumar DasPosted: 04:46 PM Dec 07, 2025Updated: 04:46 PM Dec 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে নিয়ে রাজনাথ সিং মিথ্যে কথা বলছেন।' এমনই অভিযোগ তুলে সরব হল কংগ্রেস। সর্দার বল্লভভাই প্যাটেলের কন্যার ডায়েরি প্রকাশ্যে এনে ক্ষমা চাওয়ার দাবি তুলল কংগ্রেস। কংগ্রেস সহাসচিব জয়রাম রমেশের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গুড বুকে থাকার জন্য পণ্ডিত নেহরুকে মিথ্যা ছড়াচ্ছেন রাজনাথ।

Advertisement

সম্প্রতি নেহরুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, “পণ্ডিত জওহরলাল নেহরু জনগণের টাকায় বাবরি মসজিদ নির্মাণ করতে চেয়েছিলেন। তাঁর সেই প্রস্তাবের বিরোধীয় সরব হয়েছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। সরকারি টাকায় তিনি বাবরি মসজিদ নির্মাণের অনুমতি দেননি।” সেই মন্তব্যের পালটা সর্দার প্যাটেল মেমোরিয়াল সোসাইটি দ্বারা প্রকাশিত প্যাটেল কন্যার ডায়েরির কিছু অংশ সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন জয়রাম রমেশ। তিনি বলেন, "মূল ডায়েরিতে যা লেখা রয়েছে তার সঙ্গে রাজনাথ সিংয়ের প্রচারিত তথ্যের বিস্তর ফারাক। আসলে উনি নরেন্দ্র মোদির গুড বুকে আসার জন্য নেহরুকে নিয়ে মিথ্যে ছড়াচ্ছেন। ওনার এই ধরনের মন্তব্যের জন্য ক্ষমা চাওয়া উচিত।"

শুধু তাই নয় গুজরাটে সেই ভাষণে নেহরুর সমালোচনা করে রাজনাথ আরও বলেছিলেন, "প্যাটেলের মৃত্যুর পর সাধারণ মানুষ তাঁর স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য অর্থ সংগ্রহ করেছিল। এই তথ্য জানার পর নেহরু বলেন, "সর্দার প্যাটেল কৃষকদের নেতা ছিলেন, তাই এই অর্থ গ্রামে কূপ এবং রাস্তা তৈরিতে ব্যয় করা উচিত।" একইসঙ্গে বলেন, "ভেবে দেখুন কী ধরনের ভণ্ডামি! কূপ এবং রাস্তা তৈরি করা সরকারের দায়িত্ব। এর জন্য স্মারক তহবিল ব্যবহারের পরামর্শটি ছিল সম্পূর্ণ অযৌক্তিক। এর থেকে বোঝা যায়, তৎকালীন সরকার যে কোনও মূল্যে প্যাটেলের মহান উত্তরাধিকারকে আড়াল করতে এবং দমন করতে চেয়েছিল।" রাজনাথের সেই দাবিও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে কংগ্রেস।

এদিকে সম্প্রতি দিল্লির জওহর ভবনে নেহরু সেন্টার ইন্ডিয়ার সূচনা অনুষ্ঠানে এই ইস্যুতে সরব হন সোনিয়া গান্ধী। তিনি বলেন, নেহরুর জীবন ও কাজ নিয়ে সমালোচনা হতে পারে কিন্তু ইচ্ছাকৃত বিকৃতি মেনে নেওয়া যায় না। তার কথায়, "আজকের শাসক দলের মূল লক্ষ্য হল নেহরুকে অপমান করা। তাঁকে মুছে ফেলাই শুধু নয়, স্বাধীন ভারতের যে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ভিত তিনি গড়েছিলেন সেটা ধ্বংস করতে চাইছে এরা।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে নিয়ে রাজনাথ সিং মিথ্যে কথা বলছেন।' এমনই অভিযোগ তুলে সরব হল কংগ্রেস।
  • সর্দার বল্লভভাই প্যাটেলের কন্যার ডায়েরি প্রকাশ্যে এনে ক্ষমা চাওয়ার দাবি তুলল কংগ্রেস।
  • কংগ্রেস সহাসচিব জয়রাম রমেশের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গুড বুকে থাকার জন্য পণ্ডিত নেহরুকে মিথ্যা ছড়াচ্ছেন রাজনাথ।
Advertisement