shono
Advertisement

Breaking News

Rajnath Singh

মহাকুম্ভে প্রতিরক্ষামন্ত্রী, সঙ্গমে পুণ্যস্নান, একাধিক মন্দিরে দেবতাকে অর্ঘ্য দান রাজনাথের

প্রয়াগরাজে ৪০ কোটি পুণ্যার্থীর জন্য গড়ে তোলা হয়েছে অস্থায়ী নগরী।
Published By: Hemant MaithilPosted: 08:56 PM Jan 18, 2025Updated: 09:48 PM Jan 18, 2025

হেমন্ত মৈথিল, মহাকুম্ভ নগর: ১৪৪ বছর পরে মহাযোগ! প্রয়াগরাজে গঙ্গার তীরে অমৃত কুম্ভের সন্ধানে দেশ-বিদেশ থেকে ছুটে এসেছেন লক্ষ লক্ষ মানুষ। তাঁদের মধ্যে যেমন রয়েছেন সাধারণ ভক্তের দল, তেমনই আছেন সন্তরাও। পুণ্য লাভের আশায় প্রয়াগরাজে দেখা গেল এবার দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকেও।

Advertisement

শনিবার সকাল সকাল গঙ্গা-যমুনা-সরস্বতীর ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করলেন রাজনাথ। স্বভাবতই মেলার মাঠে প্রতিরক্ষামন্ত্রী হাজির হওয়ায় নিরাপত্তারক্ষীদের তৎপরতা বেড়ে গিয়েছিল এদিন। তবে কিনা কুম্ভতীর্থে কেউ 'ভিআইপি' নন। তাই অন্যদের মতোই সাদা ধুতি পরে, খালি গায়ে স্নান সারলেন রাজনাথ সিং। স্নানের পর সূর্যপ্রণাম করেন তিনি। এছাড়াও অক্ষয় ভাট, পাতালপুরী মন্দির, সরস্বতী কুণ্ড এবং হনুমান মন্দিরে পুজো দেন দেশের প্রতিরক্ষামন্ত্রী।

প্রসঙ্গত, ১৪৪ বছর পর এবারের মহাকুম্ভ। প্রয়াগরাজে গঙ্গা, যমুনা ও সরস্বতীর সঙ্গমস্থলে ৪০ কোটি পুণ্যার্থীর জন্য গড়ে তোলা হয়েছে এক অস্থায়ী নগরী। ১৫ বর্গমাইল এলাকায় গড়ে তোলা সেই অস্থায়ী নগরীর আয়তন নিউইয়র্ক নগরের ম্যানহাটান বরো এলাকার দুই–তৃতীয়াংশ। ১৩ জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে হিন্দু পুণ্যার্থীদের সবচেয়ে বড় সমাবেশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শনিবার সকাল সকাল গঙ্গা-যমুনা-সরস্বতীর ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করলেন রাজনাথ।
  • ১৪৪ বছর পর এবারের মহাকুম্ভ।
Advertisement