shono
Advertisement

দেশবাসীর জন্য 5G প্রযুক্তি আনতে চলেছে জিও    

বর্তমান গ্রাহকরাও কি পাবেন এই পরিষেবা? The post দেশবাসীর জন্য 5G প্রযুক্তি আনতে চলেছে জিও     appeared first on Sangbad Pratidin.
Posted: 10:52 AM Mar 01, 2017Updated: 05:34 AM Mar 01, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোবাইল নেটওয়ার্কের দুনিয়ার গতি আরও বাড়াতে চলেছে রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেড৷ সঙ্গী মোবাইল প্রস্তুতকারক সংস্থা স্যামসাং৷ দুই কোম্পানি গাঁটছড়া বাঁধতে চলেছে নতুন অঙ্গীকার নিয়ে৷ ভারতবর্ষের মানুষকে 5G পরিষেবা দেওয়া৷

Advertisement

তোলাবাজ ওয়ার্ডেনকে টাকা দিতে রক্ত বিক্রির সিদ্ধান্ত ২ আদিবাসী ছাত্রীর

দেশের ৯০ শতাংশ মানুষের কাছে জিও পৌঁছে যেতে চায় রিলায়েন্স৷ আর সবাইকে দিতে চায় উন্নত পরিষেবা৷ পরিষেবার এই মান 4G থেকে 5G-তে উন্নীত করতে চায় মুকেশ আম্বানির কোম্পানি৷ সেই কারণেই স্যামসাংয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধা৷ জানা গিয়েছে, রিলায়েন্স জিও-র এলটিই নেটওয়ার্ককে আরও উন্নত করবে স্যামসাং৷ সেই সঙ্গে সংযুক্ত হবে 5G স্পিডও৷ পরিষেবা যতটা গতিশীল করার চেষ্টা করা হবে, ততটাই নির্বিঘ্নে বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে৷

ক্যানসাস হামলার কড়া সমালোচনা করলেন ট্রাম্প

মাত্র ১৭০ দিনে ১০ কোটি গ্রাহকের কাছে পরিষেবা পৌঁছে দিয়েছে রিলায়েন্স৷ সম্প্রতি মুকেশ আম্বানির টাকা খরচ করে প্রিমিয়াম অফারের ঘোষণার পরও সেই উৎসাহে ভাটা পড়বে না বলেই অভিমত বিশেষজ্ঞদের৷ জিওর এই বিপ্লবের অংশীদার হতে পেরে খুশি বলে জানিয়েছেন স্যামসাং ইলেক্ট্রনিক্স-এর নেটওয়ার্ক বিজনেসের প্রধান ইয়াংকি কিম৷ তবে নতুন এই পরিষেবা ফ্রি হবে কিনা সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি৷

কোহলির সমর্থনে এবার পাশে দাঁড়ালেন সৌরভও

The post দেশবাসীর জন্য 5G প্রযুক্তি আনতে চলেছে জিও     appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement