সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন। শুক্রবারই হাজার কোটি টাকার বেনামি সম্পত্তি মামলায় বিরাট স্বস্তি পেয়ে গেলেন অজিত পওয়ার। অজিত এবং তাঁর পরিবারের মালিকানাধীন ওই বিপুল সম্পত্তি বেনামি, এই অভিযোগে ২০২১ সালে সেগুলি বাজেয়াপ্ত করে আয়কর বিভাগ। শুক্রবার সেই সম্পত্তি মুক্ত করে দেওয়ার নির্দেশ দিল আয়কর ট্রাইব্যুনাল।
শুক্রবার আয়কর ট্রাইব্যুনাল জানিয়ে দিল, অজিত যে ওই সম্পত্তি বেনামে কিনেছিলেন, বা বেআইনিভাবে টাকা সরিয়ে ওই সম্পত্তি কেনা হয়েছিল, এই ধরনের কোনও প্রমাণ আয়কর বিভাগ দেখাতে পারেনি। ফলে যথেষ্ট প্রমাণের অভাবে ওই সম্পত্তি মুক্ত করে দেওয়ার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। যার অর্থ হাজার কোটির ওই সম্পত্তি ফিরে পাবেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী।
২০২১ সালের অক্টোবর মাসে বেনামে কেনার অভিযোগে অজিতের পাঁচটি স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে আয়কর বিভাগ। এর মধ্যে ছিল মুম্বইয়ের নরিম্যান পয়েন্টের একটি বহুতল, দিল্লির অফিস ও বাড়ি, গোয়ার একটি রিসর্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কো-অপারেটিভ চিনির কারখানা। এছাড়াও মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর ৫০০ কোটি টাকা মূল্যের ২৭টি জমিও বাজেয়াপ্ত করে আয়কর বিভাগ। আয়কর দপ্তরের দাবি, এই সব সম্পত্তিই হয় অজিত পওয়ারের, নয়তো তাঁর পরিবারের সদস্যদের।
যে সময় আয়কর বিভাগ সম্পত্তি বাজেয়াপ্ত করে তখন অজিত ছিলেন বিরোধী শিবিরে। তখনও অবশ্য উপমুখ্যমন্ত্রী পদেই ছিলেন। গেরুয়া শিবিরের সঙ্গে হাত মিলিয়ে দ্বিতীয়বার উপমুখ্যমন্ত্রী হতেই সেই সব সম্পত্তি ফিরে পেলেন তিনি। স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলছে বিরোধী শিবির। বিরোধীদের দাবি, এটা বিজেপি যোগের পুরস্কার। যদিও এই মামালার শুনানি দীর্ঘদিন ধরেই চলছিল।