shono
Advertisement
Retail inflation

জিএসটি কমতেই নিম্নমুখী মুদ্রাস্ফীতির হার, খাবারের দামে রেকর্ড পতন

খাদ্য দ্রব্যের দাম কমা এর পিছনে মূল কারণ।
Published By: Anustup Roy BarmanPosted: 09:59 PM Nov 12, 2025Updated: 09:59 PM Nov 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যবিত্তের পকেটে স্বস্তি দিয়ে হঠাৎ কমল মূল্যবৃদ্ধির হার। অক্টোবরের মূল্যবৃদ্ধির হার হয়েছে ০.২৫ শতাংশ। বিশেষজ্ঞদের ধারণা খাদ্য দ্রব্যের দাম কমা এর পিছনে মূল কারণ।

Advertisement

কনজিউমার প্রাইস ইন্ডেক্স (সিপিআই) অনুযায়ী মূল্যবৃদ্ধি হার রিজার্ভ ব্যাঙ্কের ভাবনার তুলনায় অনেকটা কম। সরকারি তথ্য বলছে, সেপ্টেম্বরে সিপিআই ছিল ১.৫৪ শতাংশ যা অক্টোবরে হয়েছে ০.২৫ শতাংশ। বিশেষজ্ঞরা মনে করছেন জিএসটি কমার পর থেকে পুরো এক মাস সময় পেরিয়েছে। তারই প্রভাব দেখা গিয়েছে। জিএসটি-র হার কমায় বহু জিনিসের দাম কমেছে।

অক্টোবরে খাদ্য দ্রব্যের মূল্যবৃদ্ধির হার হ্রাস পেয়েছে। সেপ্টেম্বরে হ্রাসের সংশোধিত হার ছিল ২.৩৩ শতাংশ। অক্টোবরে তা হয়েছে ৫.০২ শতাংশ। সবজির দাম ২৭.৫৭ শতাংশ কমেছে। এক মাস আগে এই পতনের হার ছিল ২১.৩৮ শতাংশ।

বিশেষজ্ঞদের ধারণা মুদ্রাস্ফীতি কমার প্রভাব সরাসরি পড়বে মধ্যবিত্ত মানুষের বাজেটের উপর। এর ফলে মানুষ খরচ করতে আরও উৎসাহী হবে। সরকারের আশা এর ফলে সামগ্রিক জিডিপি বৃদ্ধির হার বাড়বে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হঠাৎ কমল মূল্যবৃদ্ধির হার।
  • মূল্যবৃদ্ধির হার হয়েছে ০.২৫ শতাংশ।
  • ল্যবৃদ্ধি হার রিজার্ভ ব্যাঙ্কের ভাবনার তুলনায় অনেকটা কম।
Advertisement