shono
Advertisement

বিহারে বেশিদিন টিকবে না এনডিএ সরকার! মহাজোটে আসুন, নীতীশকে আহ্বান আরজেডির

আগে অন্য কথা বললেও এখন ভিন্ন সুর আরজেডির।
Posted: 08:46 AM Nov 24, 2020Updated: 08:46 AM Nov 24, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহার বিধানসভা নির্বাচনের (Bihar Election 2020) আগে আরজেডি নেতা তেজস্বী যাদব (Tejaswi Jadav) জোর গলায় জানিয়েছিলেন, নির্বাচনের পর নীতিশ কুমারের (Nitish Kumar) সঙ্গে জোটে যাওয়ার কোনও সম্ভাবনাই নেই। কিন্তু, এখন আরজেডি নেতারা সেই নীতীশকেই ‘মহাগঠবন্ধন’ তথা মহাজোটে যোগ দিতে আহ্বান জানাচ্ছেন। তাঁদের কথা, এনডিএ (NDA) সরকার টিকবে না। নীতীশ কুমার মহাজোটে যোগ দিলে স্বাগত। উল্লেখ্য, মহাজোটে রয়েছে কংগ্রেস ও বামেরাও।

Advertisement

এব্যাপারে তেজস্বী নিজে কিছু না বললেও প্রবীণ আরজেডি (RJD) নেতা অমরনাথ গামী জোটে আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতীশ কুমারকে। তাঁর দাবি, ভোটে কারচুপি করে এনডিএ ১২৫টি আসন জিতে সরকার গড়তে চললেও, নীতিশ কুমারের জেডিইউ-এর ঝুলিতে এসেছে মাত্র ৪৩টি আসন। ৭৪ আসন পাওয়া বিজেপি (BJP) মোট আসনের নিরিখে অনেকটাই এগিয়ে। তবুও নীতিশই মুখ্যমন্ত্রী হয়েছেন। কেন্দ্রীয় নেতৃত্ব জোটধর্ম পালন করলেও, রাজ্যের গেরুয়া শিবিরের অনেক নেতা কর্মীই এতে খুশি নয়। নীতিশের সঙ্গে দু’জন উপমুখ্যমন্ত্রী দিয়েছে বিজেপি। গুরুত্বপূর্ণ অনেক মন্ত্রকই বিজেপির হাতে। নীতীশ কুমার মুখ্যমন্ত্রী হলেও সরকারের রিমোট কন্ট্রোল বিজেপির হাতেই থাকবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

[আরও পড়ুন: BSF-এর তৎপরতায় বানচাল অনুপ্রবেশের ছক, কাশ্মীরে খতম পাকিস্তানি জঙ্গি]

এই অবস্থায় এনডিএ সরকার বেশিদিন স্থায়ী নাও হতে পারে বলে মনে করা হচ্ছে। নীতীশ মুখ্যমন্ত্রী হলেও তাঁকে প্রায় দ্বিগুণ আসন পাওয়া বিজেপি-র হাতের পুতুল হয়ে থাকতে হতে পারে। মাঝপথে এনডিএ ছেড়ে বেড়িয়ে আসতে চাইতে পারেন নীতিশ, এমন সম্ভাবনাও কেউ উড়িয়ে দিচ্ছেন না। মহারাষ্ট্রের মতো বিহারেও জেডিইউ-এর সঙ্গে জোট গড়ে, ধীরে ধীরে গত ১৫ বছরে দলীয় সংগঠনকে কাজে লাগিয়ে, রাজ্যে বিজেপি ব্যাপক ক্ষমতা বাড়িয়ে নিয়েছে। ভোটের ফলেই তা স্পষ্ট হয়ে গিয়েছে।

কাজেই অস্তিত্ব রক্ষার জন্যও জেডিইউ বিজেপির সঙ্গ ছাড়তে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই অবস্থায়, ঘোলা জলে মাছ ধরতে নেমেছে আরজেডি। আগে ভাগেই, নীতিশের দিকে হাত বাড়িয়ে রাখছে ৭৫ আসনে জিতে রাজ্যের বৃহত্তম দল হওয়া আরজেডি, এমনটাই মনে করা হচ্ছে।

[আরও পড়ুন: ১ ডিসেম্বর থেকে দেশে বন্ধ রেল পরিষেবা! ভাইরাল মেসেজ নিয়ে কী জানাল কেন্দ্র?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement