shono
Advertisement

মণিপুরী তরুণীকে ‘বিদেশি’বলে সম্বোধন! নেটিজেনদের রোষের মুখে সপা নেতা

প্রতিক্রিয়া জানিয়েছেন ওই তরুণীও।
Posted: 07:39 PM Jun 23, 2022Updated: 07:39 PM Jun 23, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের উত্তর-পূর্বের রাজ্যগুলির প্রতি বিদ্বেষমূলক আচরণের কথা নতুন নয়। ভারতের অংশ হয়েও বারংবার ওই অঞ্চলের বাসিন্দাদের ‘বিদেশি’ কটাক্ষের শিকার হতে হয়। ফের এমন ঘটনার শিকার হলেন এক মণিপুরী তরুণী (Manipuri Girl)। তাও উত্তরপ্রদেশের বিরোধী দলের এক নেতার কথায়। গোটা ঘটনা প্রকাশ্যে আসতেই নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছেন সমাজবাদী পার্টির ওই নেতা। দৃঢ় ভাবে কটাক্ষের প্রতিবাদ করেছেন মণিপুরী তরুণী।

Advertisement

ঠিক কি ঘটেছিল? তাজমহল দেখতে গিয়েছিলেন মণিপুরী তরুণী লিসিপ্রিয়া কাঙ্গুজাম। লাগোয়া এলাকায় জমে থাকা প্লাস্টিকের স্তূপের সামনে একটি প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে ছবি তুলেছিলেন তিনি। সেই প্ল্যাকার্ডে লেখা ছিল, “তাজমহলের সৌন্দর্যের পিছনে লুকিয়ে আছে প্লাস্টিক দূষণ।” এই ছবি ছড়িয়ে পড়ে। তারপরেই সমাজবাদী পার্টির (Samajwadi Party) ডিজিটাল মিডিয়া কো অর্ডিনেটর মণীশ জগন আগরওয়াল ছবিটি শেয়ার করেন।

[আরও পড়ুন: ‘গালওয়ানে ভারতীয় সেনার সঙ্গে ভয়ংকর আচরণ চিনের’, দিল্লিতে মন্তব্য অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রীর]

এই শেয়ার করতে গিয়েই বিপত্তি ঘটে। টুইটের ক্যাপশনে মণীশ (Samajwadi Party Leader) লেখেন, “বিদেশি পর্যটকরাও বিজেপি সরকারের আমলে রাজ্যের বেহাল দশা দেখতে বাধ্য হচ্ছেন। যমুনা নদী ময়লায় ভরে গিয়েছে। তাজমহলের সৌন্দর্যে একটি কালো দাগ দিয়ে রেখেছে বিজেপি সরকার। বিদেশি পর্যটকরা এইভাবে নিন্দা করছেন, এটা সত্যিই লজ্জাজনক।”

এরপরেই মণীশের টুইটের উত্তর দেন লিসিপ্রিয়া। তিনি লেখেন, “হ্যালো স্যার। আমি গর্বিত ভারতবাসী। বিদেশি নই।” এরপরেই মণীশকে কটাক্ষ করেন নেটিজেনরা। পরিবেশ সম্পর্কে লিসিপ্রিয়ার সচেতনতাকেও কুর্নিশ জানিয়েছেন অনেকে। রাজনৈতিক নেতারা কোনও বিচার না করেই মন্তব্য করে ফেলেন, সেই কথাও বলেছেন নেটিজেনরা। গোটা ঘটনায় অন্য কোনও রাজনৈতিক ব্যক্তিত্বের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

[আরও পড়ুন: বিয়ের শোভাযাত্রায় বিরাট অঘটন, বরের ছোঁড়া গুলিতে মৃত্যু হল বন্ধুর, ভাইরাল ভিডিও

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement