‘সনাতন ধর্মই ভারতের জাতীয় ধর্ম, সবাইকে সম্মান করতে হবে’, হুঁশিয়ারির সুর যোগীর গলায়

08:37 PM Jan 28, 2023 |
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সনাতন হিন্দু ধর্মই, ভারতের রাষ্ট্রীয় ধর্ম। সবাইকে সেই ধর্মের সম্মান করতে হবে। এবার সাফ বলে দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। যোগীর এই মন্তব্যে প্রচ্ছন্ন হুমকি দেখছে কংগ্রেস।

Advertisement

রাজস্থানের (Rajasthan) ভিনমলে একটি মন্দিরে নীলকণ্ঠ মহাদেবের মূর্তি উন্মোচন অনুষ্ঠানে গিয়ে যোগী আদিত্যনাথ বলেন, সনাতন ধর্ম ভারতের রাষ্ট্রীয় ধর্ম। আমাদের সবাইকে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে এই রাষ্ট্রীয় ধর্মের সঙ্গে যুক্ত হতে হবে। আমরা যখন জাতীয় ধর্মের সঙ্গে একাত্মবোধ করি তখন আমাদের দেশও সুরক্ষিত থাকে।” যোগীর বক্তব্য, আজ ৫০০ বছরের লড়াইয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সৌজন্যে অযোধ্যায় রাম মন্দির (Ram Mandir) তৈরি হচ্ছে। এই রাম মন্দিরকে ভারতের রাষ্ট্রীয় মন্দির বলেও দাবি করেছেন যোগী।

Advertising
Advertising

[আরও পড়ুন: প্রশ্নপত্রের খসড়া আগাম জানতেন কুন্তল, পার্থর সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাটে মিলল তথ্য]

রাজস্থানের (Rajasthan) সভায় যোগী ইঙ্গিত দিয়েছেন, আগামী দিনে সেই সব মন্দির পুনরুত্থানের কাজ শুরু হবে, যেগুলি ধ্বংস করা হয়েছিল। তাঁর বক্তব্য, অতীতে কখনও যদি আমাদের ধর্মীয় স্থানকে ধ্বংস করা হয়ে থাকে বা তাকে অপবিত্র করা হয়ে থাকে, তাহলে সেই স্থানগুলিকে পুরনো মর্যাদা ফিরিয়ে দেওয়ার জন্য প্রচার শুরু করতে হবে। ঠিক যেমন রাম মন্দিরের ক্ষেত্রে হয়েছে। হিন্দি, হিন্দু, হিন্দুস্তান। বিজেপির তথা আরএসএসের (RSS) বহু পুরনো এজেন্ডা। যোগীর এই মন্তব্য সেই এজেন্ডারই অংশ বলে মনে করা হচ্ছে।

[আরও পড়ুন: সীমান্তে চিনের আচরণ অপ্রত্যাশিত! ‘চিকেন নেক’ রক্ষার্থে শিলিগুড়ি করিডরে কড়া নজর সেনার]

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর এই মন্তব্য অন্যান্য সব ধর্মের বিপদ দেখছে কংগ্রেস (Congress)। দলের অসংগঠিত ক্ষেত্রের চেয়ারম্যান তথা প্রাক্তন সাংসদ উদিত রাজ বলছেন, “সনাতন ধর্মই ভারতের রাষ্ট্রীয় ধর্ম, বলছেন মুখ্যমন্ত্রী যোগী। এর অর্থ হল, শিখ, জৈন, বৌদ্ধ, নিরঙ্কার, খ্রিস্টান এবং ইসলাম ধর্ম খতম!’’

Advertisement
Next