shono
Advertisement

শতবর্ষের স্বপ্নপূরণে হাতিয়ার ‘সপ্তর্ষি’, বাজেটে ৭ পদক্ষেপের ঘোষণা নির্মলার 

কাশ্মীর থেকে উত্তর পূর্ব ভারত- সার্বিক উন্নয়নে জোর কেন্দ্রীয় বাজেটে।
Posted: 11:49 AM Feb 01, 2023Updated: 01:50 PM Feb 01, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাধীনতার একশো বছর পূর্তিকে সামনে রেখে কেন্দ্রীয় বাজেট (Union Budget) পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। মোট সাতটি উদ্দেশ্যের উপর ভিত্তি করে এই বাজেট পেশ করেন অর্থমন্ত্রী (Finance Minister)। বক্তৃতায় নির্মলা বলেন, ২০৪৭ সাল পর্যন্ত সপ্তর্ষির মতো ভারতকে পথ দেখাবে এই বাজেটের (Union Budget 2023) সাতটি উদ্দেশ্য। ভারতের সমস্ত মানুষকে একসঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিয়ে অর্থমন্ত্রী বলেন, উন্নতির শেষ সীমা পর্যন্ত দেশকে এগিয়ে নিয়ে যাবে এই বাজেট।

Advertisement

সাত উদ্দেশের মধ্যে প্রথম হল দেশের সার্বিক উন্নতি। সেই সঙ্গে দেশকে উন্নতির শিখরে পৌঁছনোর কথা শোনা গেল অর্থমন্ত্রীর (Nirmala Sitaraman) মুখে। এছাড়াও সবুজ ভারত গড়ে তুলতে কৃষিকাজের উপর জোর দেওয়া হবে। কৃষকদের সমস্যার সমাধানে উদ্যোগ নেবে কেন্দ্র। দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলার দিকে জোর দেবে এই বাজেট। দেশকে এগিয়ে নিয়ে যেতে নানা ক্ষেত্রে পরিকাঠামো গড়ার কথা বলা হয়েছে কেন্দ্রীয় বাজেটে। সেই সঙ্গে যুবসমাজকে এগিয়ে নিয়ে যাওয়া ও তাদের প্রতিভার সম্পূর্ণ বিকাশ ঘটানোর দিকে নজর দেওয়া হচ্ছে। 

[আরও পড়ুন: স্বামীর মৃত্যু নিয়ে প্রশ্নে মধ্যযুগীয় শাস্তি যুবতীকে! মুখে কালি, জুতোর মালা পরিয়ে ঘোরানো হল গ্রামে]

অর্থমন্ত্রী বলেন, “জম্মু-কাশ্মীর, লাদাখ ও উত্তর পূর্বের উন্নতি সহ মহিলা, যুব সমাজের উন্নতির কথা বলা হয়েছে এই বাজেটে।” সেই সঙ্গে দেশকে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার জন্য আদিবাসী উন্নতির জন্য ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র। এছাড়াও দেশের উত্তর পূর্ব এলাকার উন্নতির দিকে বিশেষ নজর রাখবে কেন্দ্র।

দেশের পরিকাঠামোগত উন্নয়নের জন্য ১০ লক্ষ কোটি টাকা বরাদ্দ হল, যা মোট জিডিপির ৩.৩ শতাংশ। দেশকে উন্নতির চরমে নিয়ে যাওয়ার কথা ঘোষণা করে অর্থমন্ত্রী আবাস যোজনায় বরাদ্দ বৃদ্ধির কথা জানালেন। প্রথমবার ৭৯ হাজার কোটি টাকা বরাদ্দ করা হল প্রধানমন্ত্রী আবাস যোজনায়।  দেশের যুবসমাজকে এগিয়ে নিয়ে যেতে একলব্য স্কুলে ৩৮ হাজার শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী। রেলের জন্য বরাদ্দ হল ২ লক্ষ ৪০ হাজার কোটি টাকা। 

দূষণমুক্ত ভারত গড়ে তুলতে ম্যনগ্রোভ অরণ্য তৈরি, পুরনো গাড়ি বাতিল-সহ একাধিক পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। পি এম কৌশল বিকাশ যোজনার মাধ্যমে যুবসমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা হয়েছে।  

[আরও পড়ুন: PM Cares Fund সেবামূলক তহবিল, RTI প্রযোজ্য নয়, ফের দিল্লি হাই কোর্টকে জানাল কেন্দ্র]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement