নন্দিতা রায়, নয়াদিল্লি: বিপুল ভোটে জিতে সাংসদ হয়েছেন মেয়ে। সংসদে দাঁড়িয়ে তাবড় রাজনীতিবিদদের সামনে ভাষণ দেবেন প্রথমবার। মা হিসাবে সেই গর্বের মুহূর্তের সাক্ষী থাকলেন সোনিয়া গান্ধী। বোনের দৃপ্ত কণ্ঠে ভাষণ শুনে উচ্ছ্বসিত দাদা রাহুল গান্ধীও। সবমিলিয়ে, সংসদে প্রথম ভাষণে একগুচ্ছ স্মরণীয় মুহূর্ত উপহার পেলেন ওয়ানড়ের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী।
ভারতীয় সংবিধান সংসদে গৃহীত হওয়ার ৭৫ বছর পূর্তি উপলক্ষে এদিন লোকসভায় বিশেষ অধিবেশন ছিল। সেখানেই সাংসদ হিসাবে প্রথমবার বক্তব্য রাখেন প্রিয়াঙ্কা। গৌতম আদানি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অতিসক্রিয়তা থেকে শুরু করে নির্বাচনী প্রচারে সংবিধান বদলের ‘হুমকি’-সমস্ত ইস্যুতেই মোদি সরকারকে তুলোধনা করেছেন তিনি। সাংসদ হিসাবে লোকসভায় প্রথম ভাষণ দিতে গিয়ে ২০১৭ সালের উন্নাও ধর্ষণ এবং ২০২০ সালের হাথরসের গণধর্ষণের কথাও বলেন তিনি।
বিজেপিকে তোপ দেগে কংগ্রেস সাংসদ বলেন, "গত ১০ বছরে সংবিধানের রক্ষাকবচ দুর্বল হয়েছে। যদি এবারের নির্বাচনে এনডিএ আরও বেশি আসন পেত তাহলে নিশ্চই বদলে দিত ভারতের সংবিধান।” বিজেপি যেভাবে লাগাতার তোপ দাগে জওহরলাল নেহরুকে, তার বিরোধিতা করে প্রিয়াঙ্কার পালটা প্রশ্ন, নেহরু কী করেছেন সেই নিয়ে না ভেবে মোদি সরকার কী করেছে সেটা নিয়ে জবাব দিক এনডিএ।
দৃপ্ত কণ্ঠে প্রিয়াঙ্কার ভাষণে এদিন মুগ্ধ শাসক-বিরোধী দুপক্ষই। ভাষণ চলাকালীন একাধিকবার প্রিয়াঙ্কার মন্তব্যের বিরোধিতা করে সুর চড়ান এনডিএ সাংসদরা। কিন্তু অধিকাংশ সময়েই চুপ করে বসে মন দিয়ে তাঁরা প্রিয়াঙ্কার কথা শোনেন। রাজ্যসভার সাংসদ হলেও এদিন মেয়ের ভাষণ শুনতে লোকসভার গ্যালারিতে হাজির ছিলেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া। ভাষণ শেষ হওয়ার পর প্রথম বেঞ্চ থেকে উঠে গিয়ে বোনকে অভিনন্দন জানান রাহুল। প্রিয়াঙ্কার কপালে স্নেহের চুম্বন এঁকে দেন। লোকসভার বিরোধী দলনেতার সাফ কথা, "প্রথম ভাষণে দারুণ কথা বলেছে প্রিয়াঙ্কা। আমার প্রথম ভাষণের চেয়েও অনেক বেশি ভালো বলেছে।" কংগ্রেসের সাংসদরাও প্রত্যেকেই এদিন শুভেচ্ছা জানিয়েছেন প্রিয়ঙ্কাকে।