shono
Advertisement

ভূস্বর্গের মুকুটে নতুন পালক, ইউনেস্কোর সৃজনশীল শহরের তালিকায় শ্রীনগর

শ্রীনগর সৃজনশীল শহরের খেতাব পাওয়ায় জম্মু ও কা্শ্মীরবাসীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী।
Posted: 03:48 PM Nov 09, 2021Updated: 03:54 PM Nov 09, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভূস্বর্গের মুকুটে নতুন পালক। জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir)  রাজধানী শ্রীনগর (Srinagar) এমনিতেই তার নয়নাভিরাম সৌন্দর্য্যের জন্য জগত বিখ্যাত। এবার ইউনেস্কোর (UNESCO) সৃজনশীল শহরের তালিকাতেও নাম তুলল এই শহর। ইউনেস্কোর তরফে জানানো হয়েছে, এই শহরের ঐতিহ্যশালী হস্তশিল্প, লোকায়ত সংস্কৃতিকেই স্বীকৃতি দেওয়া হয়েছে।

Advertisement

মোট ৯০টি দেশের ২৪৬টি শহরের মধ্যে থেকে ৪৬টি শহরকে সৃজনশীল শহরের তালিকাভুক্ত করেছে ইউনেস্কো। এইসব শহরের সৃজনশীল অবদান, যেমন সাহিত্য, সিনেমা, চিত্রশিল্প, কারুশিল্প, লোকশিল্প ইত্যাদিকে বিবেচনা করা হয়েছে। এর মধ্যেই ভারতের একমাত্র শহর হিসেবে সৃজনশীল শহরের খেতাব পেয়েছে শ্রীনগর। ইউনেস্কোর মহাসচিব আউড্রি আজুলি বলেছেন, ‘শ্রীনগর এই খেতাব পেয়েছে সাংস্কৃতিক ও সৃজনশীল ক্ষেত্রে তার ধারাবাহিক অবদানের জন্য।’ তিনি আরও জানিয়েছেন, ‘নতুন আর্বান মডেলকে উৎসাহ দিতেই এই খেতাবের পরিকল্পনা নিয়েছে ইউনেস্কো। যে আর্বান মডেলে একটি শহরের শিল্প, সংস্কৃতি, মেধা ও মননের চর্চা ও সেই মতো শহর উন্নয়নের পরিকল্পনা গুরুত্ব পাবে।’

আরও পড়ুন: শ্রীনগরে কাশ্মীরি পণ্ডিতের দোকানে জঙ্গি হামলা, গুলিতে নিহত ১

শ্রীনগরের নয়া খেতাবের কথা টুইট করে প্রথম জানান শহরের মেয়র জুনেইদ আজিম মাত্তু। তিনি টুইট করেন, ‘শ্রীনগরের জন্য বিরাট খবর। ইউনেস্কোর সৃজনশীল শহরের খেতাব পেয়েছে শ্রীনগর। ভারতের একমাত্র শহর হিসেবে এই খেতাব জিতে নিয়েছে আমাদের শহর।’

শ্রীনগর সৃজনশীল শহরের খেতাব পাওয়ার পর জম্মু-কাশ্মীরবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তিনি টুইট করে জানিয়েছেন, ‘আমি খুবই আনন্দিত জম্মু-কাশ্মীরের বাসিন্দাদের জন্য। শ্রীনগরকে ইউনেস্কোর সৃজনশীল শহরের তালিকায় স্থান পেতে দেখে গর্ববোধ হচ্ছে। এই শহরের ঐতিহ্যবাহী শিল্প ও সংস্কৃতির জন্যই এটা সম্ভব হয়েছে। অভিনন্দন জানাই জম্মু ও কাশ্মীরের সমস্ত মানুষকে।’

আরও পড়ুন: ‘ব্রাহ্মণ ও ব্যবসায়ীরা আমার পকেটে থাকে’, বিজেপি নেতার বিতর্কিত মন্তব্যে শোরগোল

উল্লেখ্য, ভারতের তরফে ইউনেস্কোর সেরা সৃজনশীল শহরের খেতাবের জন্য দুটি শহর, যথাক্রমে শ্রীনগর ও গোয়ালিয়রের নাম পাঠানো হয়েছিল। শেষ পর্যন্ত খেতাব জিতে নেয় ভূস্বর্গের সুন্দরী রাজধানী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement