সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহাকুম্ভগামী যাত্রীদের ভিড়ে দুর্ঘটনা নয়াদিল্লি স্টেশনে। পরপর দুটি ট্রেন বাতিল হয়ে যাওয়ায় ভিড়ের চাপে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হল স্টেশনে। এই ঘটনায় অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। অসুস্থ হয়ে পড়েছেন আরও বহু মানুষ। পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে দিল্লি পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
জানা যাচ্ছে, মহাকুম্ভে যাওয়ার জন্য নয়াদিল্লি স্টেশন থেকে ট্রেন ধরতে ভিড় জমিয়েছিলেন শয়ে শয়ে যাত্রী। গন্তব্যে যাওয়ায় জন্য ট্রেন আসতে দেরি হচ্ছিল। তখন গুজব ছড়ায় দুটি ট্রেন বাতিল করা হয়েছে। এদিকে রেল কর্তৃপক্ষের এই বিষয়ে কোনও রকম ঘোষণা করা হয়নি। এই অবস্থায় ১৪ ও ১৫ নম্বর প্ল্যার্টফর্মে ভিড়ের চাপ ব্যাপকভাবে বেড়ে যায়। পরিস্থিতি মুহূর্তের মধ্যে ভয়াবহ আকার নেয়। ভিড়ের চাপে স্টেশনে অজ্ঞান হয়ে যান চার মহিলা। পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয় বলে অভিযোগ।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে রেলপুলিশ। দিল্লি পুলিশ ও ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। পরিস্থিতি সামাল দিতে পরে দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। আহত যাত্রীদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। রেলের তরফে অবশ্য জানানো হয়েছে, কোনও পদপিষ্টের ঘটনা ঘটেনি। গুজব ছড়ানোর কারণেই এই পরিস্থিতি। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে বলে জানানো হয়েছে।
দিল্লির ডেপুটি কমিশনার অফ পুলিশ (রেল) কেপিএস মলহোত্রা জানান, "প্রয়াগরাজ এক্সপ্রেস ১৪ নম্বর স্টেশনে দাঁড়িয়ে ছিল। স্বতন্ত্র সেনানি এক্সপ্রেস এবং ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস দেরিতে ছিল। যার জেরে বিপুল ভিড় জমে যায় স্টেশনে। ভিড়ের জেরেই নিয়ন্ত্রনের বাইরে চলে যায় পরিস্থিতি।''