shono
Advertisement
Punjab

আল-ফালাহ যোগ, দিল্লি বিস্ফোরণে পাঠানকোট থেকে গ্রেপ্তার আরও এক চিকিৎসক

২ বছর ধরে পাঠানকোটের এক বেসরকারি হাসপাতালে কর্মরত রইজ।
Published By: Amit Kumar DasPosted: 04:04 PM Nov 15, 2025Updated: 06:48 PM Nov 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লি বিস্ফোরণ কাণ্ডে গ্রেপ্তার আরও এক চিকিৎসক। রবিবার রাতে সন্দেহভাজন ওই চিকিৎসককে সম্প্রতি পাঞ্জাবের পাঠানকোট থেকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ৪৫ বছর বয়সি রইজ আহমেদ ভাট নামে সন্দেহভাজন ওই চিকিৎসক একসময় আল-ফালাহ ইউনিভার্সিটিতে কর্মরত ছিলেন।

Advertisement

জানা যাচ্ছে, গত ২ বছর ধরে পাঠানকোটের এক বেসরকারি হাসপাতালে কর্মরত রইজ। এর আগে ৪ বছর ফরিদাবাদের আল-ফালাহ ইউনিভার্সিটিতে কাজ করতেন তিনি। সেখানকার একাধিক ফেলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল তাঁর। জানা গিয়েছে, সেই তালিকায় ছিল দিল্লি বিস্ফোরণের মূল অভিযুক্ত উমরও। তবে রইজকে কোন তদন্তকারী সংস্থা গ্রেপ্তার করেছে সে বিষয়ে বিশদে কিছুই জানা যায়নি। এমনকী স্থানীয় পুলিশও এবিষয়ে কিছু জানেন না। পাঠানকোটের মেডিক্যাল কলেজের তরফে এই তথ্য প্রকাশ্যে আনা হয়েছে।

জানা যাচ্ছে, ওই মেডিক্যাল কলেজটি পাঠানকোটের মামুন ক্যান্ট এলাকায় অবস্থিত। সেখানকার ম্যানেজার স্বুর্ণ সালারিয়া বলেন, গতকাল রাতে নিরাপত্তাবাহিনীর তরফে কিছু আধিকারিক আসেন এবং তাঁকে গ্রেপ্তার করে নিয়ে যান। গত তিন বছর ধরে ওই চিকিৎসক এখানে সার্জেন হিসেবে কর্মরত। তিনি এমবিবিএস, এমএস, এফএমজি এবং সার্জারির অধ্যাপক ছিলেন। তাঁর গ্রেপ্তারি দিল্লি বিস্ফোরণের বহু তথ্যের সূত্র হতে পারে বলে মনে মকরা হচ্ছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে দিল্লি লালকেল্লা চত্বর। ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। ঘটনার তদন্তে নেমে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ দেশজুড়ে একাধিক জায়গায় তল্লাশি ও ধরপাকড় শুরু করে। তদন্তে নেমে শ্রীনগর-সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারীদের স্ক্যানারে ফরিদাবাদের আল-ফালাহ বিশ্ববিদ্যালয়। তদন্তে নেমে শুক্রবার বাংলা থেকে এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে এনআইএ। একে একে সামনে আসছে দেশে ছড়িয়ে থাকা 'হোয়াইট কলার টেরর'-এর ভয়াবহ তথ্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দিল্লি বিস্ফোরণ কাণ্ডে গ্রেপ্তার আরও এক চিকিৎসক।
  • রবিবার রাতে সন্দেহভাজন ওই চিকিৎসককে সম্প্রতি পাঞ্জাবের পাঠানকোট থেকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
  • ৪৫ বছর বয়সি রইজ আহমেদ ভাট নামে সন্দেহভাজন ওই চিকিৎসক একসময় আল-ফালাহ ইউনিভার্সিটিতে কর্মরত ছিলেন।
Advertisement