shono
Advertisement
Taliban foreign minister

কেন সাংবাদিক বৈঠকে ডাকা হয়নি মহিলাদের? আজব যুক্তি তালিবান মন্ত্রীর

তালিবান শাসনে মহিলাদের স্কুলে যাওয়া 'হারাম' নয় দাবি মুত্তাকির।
Published By: Anustup Roy BarmanPosted: 03:42 PM Oct 12, 2025Updated: 03:42 PM Oct 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবারের আগ্রা সফর বাতিল হতেই ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়েছে তালিবান। নিজেদের 'উদার' প্রতিপন্ন করতে এবার মহিলা সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়েছে সাংবাদিক বৈঠকে। সাংবাদিক বৈঠকে মুত্তাকির দাবি, তাঁর সাংবাদিক সম্মেলনেব মহিলাদের না থাকা আসলে, 'পদ্ধতিগত ত্রুটি'। যদিও, এর মাধ্যমে তিনি কী বোঝাতে চেয়েছেন তা এখনও পরিষ্কার নয়।

Advertisement

জানা গিয়েছে রবিবারের সাংবাদিক সম্মেলনে আফগান বিদেশমন্ত্রী আমির খান মিত্তাকি বলেন, তাঁর সাংবাদিক সম্মেলনে মহিলা সাংবাদিকদের না থাকার বিষয়টি ইচ্ছাকৃত নয়। এটি আসলে 'পদ্ধতিগত ত্রুটি'। দু'দিনের মধ্যে দ্বিতীয় সাংবাদিক সম্মেলন করে মুত্তাকি নিজের বক্তব্যের সমর্থনে প্রমাণ দিয়েছেন। তাঁর দাবি, আফগানিস্তানে ২৮ লক্ষ মহিলা স্কুলে যান। তালিবান শাসনে মহিলাদের স্কুলে যাওয়া 'হারাম' নয়।

শুক্রবার মুত্তাকির সাংবাদিক সম্মেলনে মহিলা সাংবাদিকদের প্রবেশাধিকার না দেওয়া নিয়ে প্রবল বিতর্ক শুরু হয়েছে দেশজুড়ে। এত বড় বৈষম্যমূলক ঘটনা ভারত সরকারের নাকের ডগায় ঘটে গেল অথচ নয়াদিল্লি প্রতিবাদ করল না, এহেন অভিযোগ তুলে কেন্দ্রকে কাঠগড়ায় তুলেছেন বিরোধীরা। তাঁদের প্রশ্ন, কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারও কি তালিবানি মানসিকতাকে সমর্থন করে?

যদিও শনিবার কেন্দ্র জানিয়ে দিয়েছে, নয়াদিল্লিতে মুত্তাকির সাংবাদিক সম্মেলনের বিষয়ে তাদের ‘কোনও ভূমিকা’ নেই। এই সাংবাদিক সম্মেলনের আমন্ত্রণপত্র মন্ত্রকের তরফ থেকে পাঠানো হয়নি। মুম্বইয়ে অবস্থিত আফগানিস্তানের কনসাল জেনারেল তাঁদের নির্বাচিত সাংবাদিকদের কাছে এই আমন্ত্রণপত্র পাঠিয়েছেন। আফগান দূতাবাসের এলাকা ভারত সরকারের এক্তিয়ারভুক্ত নয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়েছে তালিবান।
  • মুত্তাকির দাবি, তাঁর সাংবাদিক সম্মেলনেব মহিলাদের না থাকা আসলে, 'পদ্ধতিগত ত্রুটি'।
  • তাঁর দাবি, আফগানিস্তানে ২৮ লক্ষ মহিলা স্কুলে যান।
Advertisement