shono
Advertisement

Breaking News

Tamil Nadu

স্কুলবাসে বসার আসন নিয়ে ঝগড়া, তামিলনাড়ুতে সহপাঠীকে খুন ছাত্রের!

অভিযুক্ত নবম শ্রেণির ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Published By: Amit Kumar DasPosted: 05:04 PM Feb 11, 2025Updated: 05:04 PM Feb 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাসে বসার আসন নিয়ে দুই পড়ুয়ার মধ্যে বচসা। যার জেরে সহপাঠীকে খুন করার অভিযোগ উঠল অন্য এক ছাত্রের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে তামিলনাড়ুর সালেমে। মৃত ১৪ বছর বয়সি নবম শ্রেণির ওই ছাত্রের নাম কান্দাগুরু। ঘটনায় সারাভানা নামে অভিযুক্ত নবম শ্রেণির ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, গত বুধবার স্কুল থেকে বাড়ি ফেরার সময় স্কুলবাসে বসার আসন নিয়ে অশান্তি হয় সারাভানা ও কান্দাগুরু নামের ওই দুই পড়ুয়ার। অশান্তি চরম আকার নিলে সারাভানা জোরে ধাক্কা মারে কান্দাগুরুকে। টাল সামলাতে না পেরে উলটে পড়ে যায় ওই পড়ুয়া। তাঁর মাথার পিছনে গুরুতর আঘাত লাগে। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসা চলাকালীন বৃহস্পতিবার সকালে মৃত্যু হয় ওই ছাত্রের। এই ঘটনায় মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে সারাভানাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সালেম পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযুক্তকে জুভেলাইল আদালতে তোলা হলে তাঁকে হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বাসে বসা নিয়ে ঝামেলার জেরই কি হামলা, না কি নেপথ্যে অন্য কোনও কারণ ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। অবশ্য তামিলনাড়ুতে এই ঘটনা প্রথমবার নয়, এর আগে গত বছরের অক্টোবর মাসে পাচিয়াপ্পা কলেজের কিছু পড়ুয়া হামলা চালায় প্রেসিডেন্সি কলেজের এক পড়ুয়ার উপর। ট্রেনে বসার আসন নিয়ে অশান্তির জেরে এই হামলা চলে। সেই ঘটনায় মৃত্যু হয় এ সুন্দর নামে ১৯ বছর বয়সি এক পড়ুয়ার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাসে বসার আসন নিয়ে দুই পড়ুয়ার মধ্যে বচসা।
  • যার জেরে সহপাঠীকে খুন করার অভিযোগ উঠল অন্য এক ছাত্রের বিরুদ্ধে।
  • চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে তামিলনাড়ুর সালেমে।
Advertisement