সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে হাতকড়া, পায়ে শিকল। দুষ্কৃতীদের মতো করে ভারতীয়দের দেশে ফেরাচ্ছে আমেরিকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে 'বন্ধু' বললেও ভারতীয়দের 'অপরাধী'র মতো করেই ফেরাচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। সেই নিয়ে কার্টুন এঁকে বিপাকে পড়ল একটি তামিল সংবাদপত্র। জানা গিয়েছে, তাদের ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়েছে। গোটা বিষয়টিকে ফ্যাসিস্ট আচরণ বলে তোপ দেগেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন।
গত ১৩ ফেব্রুয়ারি ভিকাতান নামে একটি সাপ্তাহিক সংবাদপত্রে ওই কার্টুনটি ছাপা হয়। কার্টুন দেখে ক্ষিপ্ত হয়ে বিজেপি দাবি করে, প্রধানমন্ত্রীকে অপমান করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের প্রতিমন্ত্রী এল মুরুগানের কাছে অভিযোগও জানায় গেরুয়া শিবির। তারপর থেকেই ওই সংবাদপত্রের ওয়েবসাইট খোলা যাচ্ছে না বলে অভিযোগ। কেন ওয়েবসাইট বন্ধ করা হল, সেই নিয়ে সুনির্দিষ্ট তথ্য মেলেনি। সংবাদপত্রের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে তারা দীর্ঘদিন সওয়াল করেছে। ওয়েবসাইট বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি নিয়ে তারা মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করবে।
গোটা ঘটনায় ক্ষিপ্ত তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। রবিবার নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, 'মতামত প্রকাশের 'অপরাধে' সংবাদমাধ্যমগুলিকে যদি বন্ধ করে দেওয়া হয়, সেটা গণতন্ত্রের পক্ষে মোটেই ভালো নয়। বিজেপির স্বৈরাচারী মানসিকতার প্রমাণ এই আচরণ।' সুর চড়িয়েছেন ডিএমকে নেত্রী কানিমোঝিও। তিনি বলেন, "সংবাদমাধ্যমের মুখ বন্ধ করার অর্থ গণতন্ত্রের টুঁটি চেপে ধরা। একশো বছর পুরনো ভিকাতানের ওয়েবসাইট বন্ধ করে দেওয়া মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী। অবিলম্বে ওয়েবসাইটটি পুনরায় চালু করার ব্যবস্থা করতে হবে কেন্দ্রীয় সরকারকে। আসুন, একজোট হয়ে সংবাদমাধ্যমের স্বাধীনতার জন্য সরব হই।" যদিও তামিলনাড়ু বিজেপির দাবি, ওই সংবাদমাধ্যম আসলে ডিএমকের মুখপত্র।