সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজনীতির ময়দানে বিজেপির সামনে মাথা নুইয়েছেন লালুপুত্র তেজপ্রতাপ! দল ও পরিবার থেকে বহিষ্কৃত হয়ে নয়া দল খুলে বিহার নির্বাচনে পা রাখা তেজপ্রতাপের বিরুদ্ধে এই জল্পনা চলছিলই। এহেন পরিস্থিতির মাঝেই বিজেপির সুর শোনা গেল লালুপুত্রের গলায়। বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ভোটচুরির অভিযোগকে ফুঁৎকারে উড়িয়ে জনশক্তি জনতা দলের প্রধান জানালেন, 'এসব কথা বলে আদৌ কোনও লাভ হবে না।'
লোকসভা নির্বাচন-সহ দেশের একাধিক বিধানসভা নির্বাচনে ভোটচুরির অভিযোগ তুলে সরব হয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। বিহার নির্বাচনের একদিন আগে বিজেপিকে তোপ দেগে রাহুল অভিযোগ করেন, ২০২৪ সালের হরিয়ানা বিধানসভা নির্বাচনেও ব্যাপক ভোটচুরি হয়েছে। তাঁর দাবি, হরিয়ানায় ২ কোটি ভোটারের মধ্যে ২৫ লক্ষ ভোটারই ভুয়ো। নিজের অভিযোগের প্রেক্ষিতে তিনি এক ব্রাজিলিয়ান মহিলার ছবিও দেখান। রাহুল দাবি করেন, ওই মহিলা ব্রাজিলের এক মডেল। তাঁর ছবি ভোটার তালিকায় মোট ২২টি নামের সঙ্গে ব্যবহৃত হয়েছে। কখনও তিনি সীমা, কখনও সুইটি, আবার কখনও সরস্বতী। কংগ্রেসের সেই অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরের মাঝেই রবিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হন তেজপ্রতাপ। সেখানে তিনি বলেন, "এইসব কথার কোনও অর্থ নেই। দেশের জনগণ সব বোঝেন। রাহুল গান্ধী যে অভিযোগ করছেন তা নির্বাচনী ক্ষেত্রে কোনও প্রভাব ফেলবে না। দেশের জনগণের অনুভূতিও বদলাবে না।"
উল্লেখ্য, বিহার নির্বাচনের ঠিক আগে নয়া দল গঠন করে রাজনীতির ময়দানে পা রাখেন তেজপ্রতাপ। ২৪৩ আসনের বিহারে মোট ৪৪টি আসনে প্রার্থী দিয়েছেন তিনি। নিজেও দাঁড়িয়েছেন ভিভিআইপি মহুয়া কেন্দ্র থেকে। যদিও বিহার রাজনীতির অলিন্দে কান পাতলে শোনা যাচ্ছে, দল গঠনের অল্প দিনের মাথায় তেজপ্রতাপের এভাবে নির্বাচনে অংশ নেওয়ার নেপথ্যে হাত রয়েছে গেরুয়া শিবিরের। এই নির্বাচনে তেজপ্রতাপকে ‘বি টিম’ হিসেবে ব্যবহার করতে চাইছে বিজেপি। নির্বাচনী প্রচারে বিজেপির বিরুদ্ধে একটি শব্দও খরচ করতে শোনা যায়নি তাঁকে বরং বিরোধীদের বিরুদ্ধেই বেশি সরব তিনি। সে ধারা অব্যাহত রেখে এবার রাহুলকে নিশানায় নিলেন তেজপ্রতাপ।
