সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারের মুখ্যমন্ত্রী হয়েই গেলেন তেজস্বী যাদব? রবিবার তাঁর বাড়ির সামনে দেখা গেল পোস্টার। লেখা, 'বিহারের মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব।' রবিবার ৩৬ বছরে পা দিলেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী। জন্মদিনের উপহার হিসেবেই ভক্তরা ওই পোস্টার লাগিয়েছেন বলে জানা গিয়েছে।
তেজস্বীর বাড়ির বাইরে বড় পোস্টারগুলিতে, মুখ্যমন্ত্রীর প্রতীকী চেয়ারের পাশে হাত জোড় করে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে যাদবকে। সেখানেই বড় অক্ষরে লেখা, 'বিহারের মুখ্যমন্ত্রী'। দলের কর্মীরা তেজস্বীকে 'জন্মদিনের উপহার' হিসাবে এই পোস্টার বানিয়েছেন বলে জানা গিয়েছে। এই পোস্টারগুলিতে তেজস্বীর পাশাপাশি আরজেডি প্রধান লালু প্রসাদ এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর ছবিও রয়েছে। সঙ্গে রয়েছে মিসা ভারতী এবং অন্যান্য দলীয় নেতাদের ছবি।
জানা গিয়েছে, দলের কর্মীরা তেজস্বীর জন্মদিন পালনের জন্য বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। এর মধ্যে রয়েছে শিক্ষার এবং সুযোগের প্রতীক হিসেবে পেন বিতরণ। রবিবার কারাকাটে একটি নির্বাচনী সমাবেশের মঞ্চে ৩৬ তম জন্মদিন উদযাপন করেন মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী এবং বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব।
সানঝৌলির ইন্টার কলেজ মাঠে এক জনসভায় ভাষণ দিয়েছিলেন তেজস্বী। সেখানে সমর্থকরা 'শুভ জন্মদিন' এলখা প্যাকার্ড তুলে ধরে তাঁকে শুভেচ্ছা জানান। মঞ্চে কেক কাটেন আরজেডি নেতা। মঞ্চ থেকে জোটের প্রতিশ্রুতি ফের জনগণের সামনে তুলে ধরেন তিনি। আরজেডি নেতা জানান, মহাজোট সরকার গঠন করলে 'মাই বহেন মান যোজনা' সহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হবে। ১৪ জানুয়ারী বিহারের সকল মহিলার অ্যাকাউন্টে ৩০ হাজার টাকা জমা দেওয়া হবে। তিনি ৫০০ টাকায় এলপিজি সিলিন্ডার দেওয়ার ঘোষণা করেন। পাশাপাশি বিধবা ভাতা প্রতি মাসে ১ হাজার ৫০০ টাকা করার প্রতিশ্রুতিও দেন।
বিহারে দ্বিতীয় দফার নির্বাচন হবে ১১ নভেম্বর। তার আগে প্রচারের শেষ দিন রবিবার। জন্মদিনেও তাই বিশ্রাম নেই তেজস্বীর। দ্বিতীয় দফায় নিজের দলের ৭০ প্রার্থী-সহ জোট প্রার্থীদের জয় নিশ্চিত করতে বিহারজুড়ে ছুটছেন লালুপুত্র।
