shono
Advertisement

Breaking News

Tejaswi Yadav

হেরেছে দল, ভেঙেছে পরিবার! কোনওমতে জিতে ফের বিহারের বিরোধী দলনেতা তেজস্বী

কংগ্রেসের দাবি, বিজেপি এবং নির্বাচন কমিশন মিলে জিতিয়ে দিয়েছে তেজস্বীকে।
Published By: Anustup Roy BarmanPosted: 05:23 PM Nov 17, 2025Updated: 05:55 PM Nov 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারের সদ্যসমাপ্ত নির্বাচনে গেরুয়া ঝড়ে খড়কুটোর মতো উড়ে গিয়েছে আরজেডি। এরমাঝেই ফাটল দেখা দিয়েছে লালু যাদবের পরিবারে। দল ও পরিবারের সঙ্গে শনিবারই সম্পর্ক ছিন্ন করেছেন লালুপ্রসাদ যাদবের কন্যা রোহিণী আচার্য। বাড়ি ছেড়েছেন লালুর বাকি তিন কন্যাও। এত খারাপ খবরের মাঝেই আরজেডি-র জন্য সামান্য সুখবর। বিধানসভার বিরোধী দলনেতা হলেন তেজস্বী যাদব। যদিও তাঁর জয় নিয়ে প্রশ্ন তোলা শুরু করেছে আরজেডি-র জোটসঙ্গী কংগ্রেস।

Advertisement

সোমবার বিহার বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছেন আরজেডি-র তেজস্বী যাদব। যেকোনও বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি পেতে হলে, একটি দলকে বিধানসভার মোট আসনের কমপক্ষে ১০ শতাংশ পেতে হবে। বিহারের ক্ষেত্রে এই সংখ্যা ২৫। কারণ বিহারের মোট বিধানসভা আসন ২৪৩টি। এর ১০ শতাংশ হল ২৫। প্রসঙ্গত, সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে আরজেডি ২৫টি আসন পেয়েছে।

রাঘোপুর আসনে গণনার প্রথম রাউন্ডে বিশাল ব্যবধানে পিছিয়ে পড়েন আরজেডি নেতা। কিন্তু শেষ সময়ের গণনায় বিজেপির সতীশ কুমারকে ১৪ হাজার ৫৩২ ভোটে পরাজিত করে আরজেডি-র গড় ধরে রাখেন তেজস্বী।

যদিও তেজস্বীর জয়কে প্রশ্ন করা শুরু করেছে তাঁদের জোটসঙ্গী কংগ্রেস। সোমবার কংগ্রেস নেতা উদিত রাজ ভারতের নির্বাচন কমিশন এবং বিজেপির বিরুদ্ধে গণনায় কারচুপির অভিযোগ করেছেন। তাঁর দাবি, এই নির্বাচনকে নিরপেক্ষ হিসেবে দেখানোর জন্য বিজেপি এবং নির্বাচন কমিশন মিলে জিতিয়ে দিয়েছে তেজস্বীকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিধানসভার বিরোধী দলনেতা হলে তেজস্বী যাদব।
  • তাঁর জয় নিয়ে প্রশ্ন তোলা শুরু করেছে জোটসঙ্গি কংগ্রেস।
  • একটি দলকে বিধানসভার মোট আসনের কমপক্ষে ১০ শতাংশ পেতে হবে।
Advertisement