সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেসিআরের দল ‘ভারত রাষ্ট্র সমিতি’ (বিআরএস)-র টিকিটে তিনবার বিধায়ক হয়েছেন চেন্নামাননেই রমেশ। যদিও আদতে তিনি জার্মানির নাগরিক। ভেমুলওয়াদা বিধানসভা আসনে ভোটে লড়তে নির্বাচন কমিশনের কাছে ভারতীয় নাগরিকত্বের ভুয়ো নথি জমা দিয়েছিলেন বিআরএস নেতা। সোমবার এমনই চাঞ্চল্যকর রায় দিল তেলেঙ্গানা হাই কোর্ট।
রমেশের বিরুদ্ধে ভুয়ো নাগরিকত্বের অভিযোগ এনে তেলেঙ্গানা হাই কোর্টে মামলা করেন কংগ্রেস নেতা আদি শ্রীনিবাস। এর পরেই নির্বাচন কমিশনে জমা দেওয়া রমেশের নথি যাচাইয়ের নির্দেশ দেয় আদালত। সোমবার হাই কোর্ট জানায়, রমেশ যে আর জার্মান নাগরিক নন, এমন নথি জমা দিতে পারেননি। ভুয়ো নথি জমা দেওয়ার দায়ে ৩০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে কেসিআরের দলের নেতাকে। এর মধ্যে ২৫ লক্ষ টাকা কংগ্রেস নেতা শ্রীনিবাসকে দেবেন তিনি। উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বরে ভেমুলওয়াদা বিধানসভার ভোটে রমেশের কাছে হারতে হয়েছিল শ্রীনিবাসকে।
এদিন হাই কোর্টের রায়ের বিষয়টি এক্স হ্যান্ডেলে পোস্ট করেন শ্রীনিবাস। কংগ্রেস নেতা লেখেন, "প্রাক্তন বিধায়ক চেন্নামানেনি রমেশের কাজ... জার্মান নাগরিক রমেশ ভুয়া নথি দিয়ে বিধায়ক নির্বাচিত হওয়ায় ৩০ লাখ টাকা জরিমানা হয়েছে।" উল্লেখ্য, ভেমুলওয়াদায় মোট চারবার বিধায়ক হন রমেশ। প্রথমবার ২০০৯ সালে তেলেগু দেশম পার্টির হয়ে জেতেন তিনি। পরবর্তীকালে ২০১০ থেকে ২০১৮-র মধ্যে তিনবার কেসিআর দল বিআরএসের হয়ে বিধায়ক হন।