সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাস্তায় একটু হাঁটতে বেরিয়েছিলেন। সঙ্গে ছিল না কেউ। আর এই একা বেরনো নাকি ছিল ওই তরুণীর অপরাধ। রাগে ফুঁসে ওঠে তাঁর ‘গুণধর’ স্বামী। স্ত্রীকে তিন তালাক দিয়ে দেন তিনি। এই অভিযোগে পুলিশের দ্বারস্থ হন তরুণী। অভিযুক্তের নামে ইতিমধ্যেই দায়ের হয়েছে এফআইআর।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, এই ঘটনা মহারাষ্ট্রের থানের মুমব্রা এলাকার। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার বছর পঁচিশের ওই তরুণী রাস্তায় একা হাঁটতে বেরিয়েছিলেন। যা নিয়ে তুমুল অশান্তি করে তাঁর স্বামী। ঝগড়া করতে করতেই তিন তালাক দিয়ে দেয় সে। শুধু তাই নয়, শ্বশুরকে ফোন করে বিবাহবিচ্ছেদের কথাও বলে।
এর পরই পুলিশের কাছে গিয়ে স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই তরুণী। বৃহস্পতিবার ভারতীয় ন্যায় সংহিতার ৩৫১ (৪) ধারায় এফআইআর দায়ের হয় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। উল্লেখ্য, গত আগস্ট মাসে তিন তালাককে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করার পক্ষে সুপ্রিম কোর্টে হলফনামা দেয় কেন্দ্রীয় সরকার। যেখানে কেন্দ্রের তরফে জানানো হয়, ‘তিন তালাক প্রথা মুসলিমদের জীবন দুর্বিষহ করে তুলছে। বিয়ের মতো প্রতিষ্ঠানে এই প্রথা অত্যন্ত বিপজ্জনক।’ ২০১৯ সালের মুসলিম মহিলা সুরক্ষা আইন অনুযায়ী তিন তালাক এখন শাস্তিযোগ্য অপরাধ। তিন তালাক-এর জন্য সর্বোচ্চ তিন বছর পর্যন্ত জেলের সাজা হতে পারে অভিযুক্তের।