shono
Advertisement
Yogi Adityanath

যোগীর স্বপ্নের প্রকল্প, সাহারা সিটির জমিতেই নয়া বিধানসভা গড়ছে উত্তরপ্রদেশ

গোমতী নগর এক্সটেনশনের ২৪৫ একর জমি চূড়ান্ত বিকল্প হিসেবে বেছে নেওয়া হয়েছে।
Published By: Hemant MaithilPosted: 09:15 PM Nov 12, 2025Updated: 09:15 PM Nov 12, 2025

হেমন্ত মৈথিল, লখনউ: উত্তরপ্রদেশে নতুন বিধানসভা ভবন তৈরির তোড়জোর শুরু হল। দু'বছর ধরে উপযুক্ত জায়গা খোঁজার পর এখন গোমতী নগর এক্সটেনশনের সাহারা সিটি সাইট চূড়ান্ত করা হয়েছে। এটিকেই সবচেয়ে উপযুক্ত বিকল্প বলে মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শীঘ্রই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানা গিয়েছে।

Advertisement

এক সরকারি আধিকারিক জানান, সাহারা গ্রুপকে লিজ দেওয়া এই জমি এখন সরকারের দখলে। সরকার এই ২৪৫ একর জমিকে নতুন বিধানসভা কমপ্লেক্সের জন্য বিবেচনা করছে। চূড়ান্ত অনুমোদন দেবেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

সরকারের নির্দেশে, লখনউ ডেভেলপমেন্ট অথরিটি (এলডিএ) দ্রুত এই জমির জরিপ সম্পন্ন করেছে। এলডিএ ১০ দিনের মধ্যে রিপোর্ট জমা দিয়েছে। রিপোর্টে বলা হয়েছে, মোট ২৪৫ একরের মধ্যে ১৩০ একর লাইসেন্স চুক্তিভুক্ত। বাকি ১১৫ একর এলাকা সবুজায়নের জন্য নির্দিষ্ট।

আধিকারিকরা জানিয়েছেন, ভৌগোলিকভাবে এই জায়গাটি খুবই উপযুক্ত। মুখ্যমন্ত্রীর বাসভবন, বিধায়ক আবাসন ও প্রশাসনিক কেন্দ্র হজরতগঞ্জ থেকে এর দূরত্ব প্রায় সমান। শহীদ পথ ও হজরতগঞ্জের সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে। এছাড়া মেট্রো স্টেশন ও বিমানবন্দর থেকে এখানে পৌঁছাতে ১৫-২০ মিনিট সময় লাগে। এখানে ভবন তৈরি হলে অধিবেশনের সময় ট্র্যাফিক জ্যাম কমবে।

২০২৩ সালে নতুন সংসদ ভবনের উদ্বোধনের পর এই নতুন বিধানসভা তৈরির পরিকল্পনা গতি পায়। কেন্দ্রীয় সংসদ ভবনের নকশাকার সংস্থা এইচসিপি ডিজাইনকেই পরামর্শদাতা হিসেবে নিয়োগ করা হয়েছিল। পুরোনো বিধানসভা ভবনটি ১৯২৮ সালে তৈরি। নতুন ভবনের জন্য ২০২৩-২৪ অর্থবর্ষে এই প্রকল্পে ৫০ কোটি টাকা বরাদ্দ হলেও জমি নির্বাচিত না হওয়ায় কাজ শুরু করা যায়নি। এবার সেই পালে হাওয়া লাগল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • উত্তরপ্রদেশে নতুন বিধানসভা ভবন তৈরির তোড়জোর শুরু হল।
  • দু'বছর ধরে উপযুক্ত জায়গা খোঁজার পর এখন গোমতী নগর এক্সটেনশনের সাহারা সিটি সাইট চূড়ান্ত করা হয়েছে।
  • যোগী আদিত্যনাথ শীঘ্রই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানা গিয়েছে।
Advertisement