নন্দিতা রায়, নয়াদিল্লি: মোদির তুলনা সাভারকরের সঙ্গে। সংসদে দাঁড়িয়ে চড়া সুরে প্রধানমন্ত্রীকে আক্রমণ তৃণমূল সাংসদ সৌগত রায়ের। সাফ বলে দিলেন, 'মোদির আমলে ঘটে যাওয়া গুজরাট দাঙ্গা সংবিধানের লজ্জা।'
ভারতীয় সংবিধান সংসদে গৃহীত হওয়ার ৭৫ বছর পূর্তি উপলক্ষে সংসদে বিশেষ আলোচনা চলছে। সেই আলোচনায় সৌগত বললেন, "বাবরি যেদিন ধ্বংস হল সেদিনই বিফলে গিয়েছে সংবিধান। মোদির আমলে ঘটে যাওয়া গুজরাট দাঙ্গা সংবিধানের লজ্জা।" এরপরই হিন্দুত্ববাদী আইকন সাভারকরের সঙ্গে প্রধানমন্ত্রীর তুলনা করে সৌগতর বক্তব্য, "মোদিই আজকের দিনের সাভারকর।" বিজেপি সমর্থক তথা হিন্দুত্ববাদীদের একাংশ সাভারকরকে আদর্শ বলে মনে করলেও বহু মানুষের কাছে তিনি 'ভিলেন'। বিরোধীদের একটা বড় অংশ তাঁকে ইংরেজদের 'এজেন্ট' বলেও মনে করেন। কারণ, ব্রিটিশ সরকারকে লেখা তাঁর মুচলেকা। এ হেন ব্যক্তিত্বের সঙ্গে সরাসরি মোদির তুলনা টানা একপ্রকার বেনজির।
সংবিধান আলোচনায় তৃণমূলের পক্ষ রাখতে গিয়ে কেন্দ্রীয় বঞ্চনা থেকে শুরু করে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, একাধিক ইস্যুতে প্রধানমন্ত্রীকে তোপ দাগলেন সৌগত। তাঁর অভিযোগ, কেন্দ্রের বিজেপি সরকার ইচ্ছাকৃতভাবে বাংলার সরকারকে প্রাপ্য থেকে বঞ্চিত করছে। ১০০ দিনের কাজ, আবাস যোজনার মতো কেন্দ্রীয় প্রকল্প তো বটেই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার ক্ষেত্রেও রাজ্য সরকারের প্রাপ্য মেটাচ্ছেন না প্রধানমন্ত্রী। এমনকী বন্যা দুর্গতদের ত্রাণের টাকাটাও দেওয়া হয়নি। এখানেই শেষ নয়। সৌগতর বক্তব্য, এই সরকার যুক্তরাষ্ট্রীয় কাঠামোকেও পদে পদে প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে। বর্ষীয়ান তৃণমূল সাংসদ ঘুরিয়ে অভিযোগ করছেন, কেন্দ্র সরকার অধিকাংশ সিদ্ধান্তই নিচ্ছে একপেশেভাবে। রাজ্যের সঙ্গে কোনওরকম পরামর্শই করা হচ্ছে না।