shono
Advertisement

নিয়োগের দাবিতে ত্রিপুরার রাজপথে শিক্ষকদের বিক্ষোভ, লাঠি-জল কামানে আন্দোলন দমন পুলিশের

পুলিশের লাঠির ঘায়ে জখম বহু শিক্ষক।
Posted: 08:12 PM Sep 26, 2022Updated: 08:13 PM Sep 26, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলার শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে সরব হয়েছে বিজেপি (BJP)। এমনকী, নবান্ন অভিযান করেছে তারা। অথচ সেই বিজেপিশাসিত ত্রিপুরায় নিয়োগের দাবিতে শনিবার ফের রাস্তায় নামলেন হাজার-হাজার শিক্ষক। আর তাঁদের বিক্ষোভ থামাতে লাঠি চালাল পুলিশ। ছোঁড়া হল জল কামানও। যার জেরে জখম হয়েছেন বহু শিক্ষক।

Advertisement

বাম আমলে চাকরি হারিয়েছিলেন ১০ হাজার ৩২৩ শিক্ষক। ছাঁটাই হওয়া শিক্ষকদের নিয়ে রাজ্য রাজনীতি দীর্ঘদিন ধরেই উত্তপ্ত হয়ে রয়েছে। তাঁদের একাংশের আন্দোলনে এদিন উত্তপ্ত হয়ে উঠে ত্রিপুরার (Tripura) রাজধানী আগরতলা। বিধানসভা অভিযানে করেন তাঁরা। সেই অভিযান ছত্রভঙ্গ করতে ছাঁটাই শিক্ষকদের উপর জল কামান ছোঁড়ে পুলিশ। লাঠিও চালায় তারা। লাঠির ঘায়ে জখম হয়েছেন বেশ কয়েকজন ছাঁটাই হওয়া শিক্ষক।

[আরও পড়ুন: ২০১৪ প্রাইমারি টেট: প্রায় ৪ হাজার শূন্যপদে শিক্ষক নিয়োগের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের]

উল্লেখ্য, বাম আমলে তাঁদের চাকরি দেওয়া হয়েছিল। কিন্তু সেই সময় ত্রিপুরা হাই কোর্ট অনিয়ম ও স্বজন পোষণের অভিযোগে সেই চাকরি বাতিল করে দেয়। সুপ্রিম কোর্টও ত্রিপুরা হাই কোর্টের রায় বহাল রাখে। যদিও বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে তাঁদের পুনর্বহালের প্রতিশ্রুতি দিয়েছিল। শীর্ষ আদালতে পুনর্বহালের আবেদন জানালেও আবেদন খারিজ হয়। যার ফলে তাঁদের চাকরি চলে যায়। ইতিমধ্যে বেশ কয়েকজন চাকরিচ্যুত শিক্ষক আত্মহত্যা করেছেন। মৃত্যু হয়েছে আরও কয়েকজনের। তাঁদের পরিবারে এখন অনাহার, অর্ধাহারে দিন কাটাচ্ছে। এই পরিস্থিতিতে মানবিকতার খাতিরে তাঁদের চাকরিতে বহালের দাবি উঠেছে।

[আরও পড়ুন: টেটের প্রশ্নপত্রে ভুল, পুজোর আগে আরও ৬৫ জনকে নিয়োগের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের]

এ বিষয়ে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, “আইনি ব্যাপার চূড়ান্ত নিষ্পত্তি করে দিয়েছে আদালত। এই ক্ষেত্রে রাজ্য সরকারের ইচ্ছা সত্বেও কিছু করার নেই। তবে রাজ্য সরকার তাঁদের পাশে রয়েছে।” বর্তমানে ত্রিপুরায় বিধানসভা অধিবেশন চলছে। অধিবেশন চলাকালীন ছাঁটাই হওয়া শিক্ষকদের অভিযানকে ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে বিধানসভা চত্বর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement