shono
Advertisement

এবার যোগীর রাজ্যেই গুলি করে খুন আরএসএস কর্মীকে

স্বয়ংসেবকের মৃত্যুতে প্রশ্নের মুখে যোগী প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা। The post এবার যোগীর রাজ্যেই গুলি করে খুন আরএসএস কর্মীকে appeared first on Sangbad Pratidin.
Posted: 12:40 PM Oct 21, 2017Updated: 07:10 AM Oct 21, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার প্রকাশ্যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এক সদস্যকে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল যোগীর রাজ্যে। উত্তরপ্রদেশের গাজিপুর জেলার কারান্দা অঞ্চলের বাসিন্দা ওই আরএসএস কর্মীকে একটি দোকানের সামনে বাইকবাহী কিছু দুষ্কৃতী এসে গুলি করে পালায়। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, নিহত রাজেশ মিশ্র একটি স্থানীয় সংবাদমাধ্যমে সাংবাদিক ছিলেন। রাজেশের সঙ্গেই ছিলেন তাঁর ভাই। ঘটনায় তিনিও গুরুতর আহত হয়ে হাসপাতালে ভরতি রয়েছেন।

Advertisement

চারদিন আগেই প্রবীণ সংঘনেতা রবিন্দর গোঁসাইকে লুধিয়ানার বাড়িতে ঢুকে দুই মুখোশধারী দুষ্কৃতী গুলি করে খুন করে। তারপর গাজিপুরের ঘটনায় রহস্য দানা বাঁধছে। কেরলে একের পর এক আরএসএস কর্মী খুন, আক্রান্ত হওয়ার রেশ তবে কী গোটা দেশে ছড়িয়ে পড়েছে, ওয়াকিবহাল কিন্তু প্রশ্ন তুলেছে তেমনই। রবিন্দর গোঁসাইয়ের মৃত্যুর তদন্তভার বৃহস্পতিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ-কে দেওযার সিদ্ধান্ত নেয় পাঞ্জাব সরকার। রাজেশের মৃত্যুর ধরনও একই রকম হওয়ায় উদ্বেগে সংঘ পরিবার। স্বয়ংসেবকের মৃত্যুতে প্রশ্নের মুখে যোগী প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা। কেন বা কারা রাজেশকে খুন করল তা এখনও রহস্যাবৃত। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। আপাতত নিহতের ভাইয়ের সুস্থ হওয়ার অপেক্ষায় রয়েছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই আততায়ীদের খোঁজ পাওয়া যেতে পারে বলে অনুমান পুলিশের।

The post এবার যোগীর রাজ্যেই গুলি করে খুন আরএসএস কর্মীকে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার