shono
Advertisement

বাংলার প্রচার থেকে ফিরেই করোনা আক্রান্ত যোগী আদিত্যনাথ! সংক্রমিত অখিলেশও

কেমন আছেন তাঁরা?
Posted: 01:47 PM Apr 14, 2021Updated: 02:08 PM Apr 14, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনায় আক্রান্ত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। বুধবার টুইট করে নিজেই জানালেন সে কথা। একইসঙ্গে বললেন, আপাতত সেলফ আইসোলেশনে রয়েছেন তিনি।

Advertisement

বঙ্গভোটে নিয়মিত তাঁকে প্রচারে দেখা যাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার মতো বাংলায় এসে জোরকদমে ভোট প্রচার করছেন আদিত্যনাথও। কিন্তু সম্প্রতি তাঁর দপ্তরের একাধিক আধিকারিক মারণ ভাইরাসে আক্রান্ত হওয়ায় নিজেকে কোয়ারেন্টাইনে রেখেছিলেন তিনি। তার মধ্যেই এসে পৌঁছয় তাঁর করোনা রিপোর্ট। আর তাতেই দেখা যায়, তাঁর শরীরেও থাবা বসিয়েছে কোভিড-১৯। টুইটারে যোগী লিখেছেন, “শরীরে করোনার সামান্য উপসর্গ দেখা দেওয়ায় টেস্ট করিয়েছিলাম। রিপোর্ট পজিটিভ এসেছে। সেই জন্য বর্তমানে সেলফ আইসোলেশনে রয়েছি। চিকিৎসকদের পরামর্শ মেনে চলছি। আপাতত সব কর্মসূচি ভারচুয়ালি সারব।” এরপরই জানান, “সরকারি কাজকর্য আগের মতোই চলছে। তবে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁরা করোনা টেস্ট করিয়ে নিন এবং কোভিডবিধি মেনে চলুন।”

[আরও পড়ুন: করোনা রুখতে কড়া পদক্ষেপ, চার রাজ্য থেকে বাংলায় প্রবেশে লাগবে নেগেটিভ রিপোর্ট]

মহারাষ্ট্র, তামিলনাড়ু, কেরলের মতো উত্তরপ্রদেশেও লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। উদ্বেগ বাড়াচ্ছে দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যা। মঙ্গলবারের রিপোর্টই বলছে, অতীত রেকর্ড ভেঙে একদিনে যোগীর রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ২১ জন। প্রাণ হারিয়েছেন ৮৫জন। এবার করোনার কোপ থেকে রক্ষা পেলেন না মুখ্যমন্ত্রীও। এদিকে, মারণ ভাইরাস থাবা বসিয়েছে অখিলেশ যাদবের শরীরেও। টুইট করে তিনি জানিয়েছেন, চিকিৎসকদের পরামর্শ মেনে তিনিও সেলফ কোয়ারেন্টাইনে রয়েছেন। সম্প্রতি তাঁর সংস্পর্শে আসা প্রত্যেককে করোনা পরীক্ষার আবেদনও জানিয়েছেন সমাজবাদী পার্টির প্রধান।

[আরও পড়ুন: টিকাকরণে উৎসাহ দিতে নয়া উদ্যোগ, ভ্যাকসিন নিয়েই বাড়তি সুদ দেবে এই ব্যাংক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement