shono
Advertisement
Mahakumbh

খেতে খেতেই উপভোগ করা যাবে মহাকুম্ভের সৌন্দর্য, উত্তরপ্রদেশে এবার প্রথম দোতলা বাস-রেস্তরাঁ

এখানে একসঙ্গে ২৫ জন বসে খাওয়াদাওয়া করতে পারবেন।
Published By: Hemant MaithilPosted: 04:42 PM Jan 21, 2025Updated: 04:43 PM Jan 21, 2025

হেমন্ত মৈথিল, লখনউ: দোতলা বাসেই রেস্তরাঁ! মহাকুম্ভে আসা ভক্তদের ফের উপহার দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ভক্তদের নিরাপত্তা থেকে থাকা-খাওয়া কোনও আয়োজনেই ত্রুটি রাখেননি তিনি। এবার নতুন সংযোজন এই বিশেষ রেস্তরাঁ। যা সেরাজ্যে এই প্রথমবার চালু হল। এভাবেই গোটা বিশ্বে সাড়া ফেলছে এবছরের মহাকুম্ভ।

Advertisement

মহাকুম্ভের প্রতিটি সংবাদ সারা বিশ্বের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটি আন্তর্জাতিক স্তরের মিডিয়া সেন্টার তৈরি করা হয়েছে। যেখানে দেশ-বিদেশ থেকে আসা ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের জন্য সমস্ত ধরনের সুবিধা রাখা হয়েছে। কম্পিউটার থেকে ইন্টারনেট রয়েছে সব কিছুই। জানা গিয়েছে, গতকাল সোমবার এই মিডিয়া সেন্টারেই উত্তরপ্রদেশের প্রথম দোতলা বাস-রেস্তরাঁর উদ্বোধন করা হয়। এর নাম রাখা হয়েছে 'পাম্পকিন'। কুম্ভমেলা থেকেই এই ব্র্যান্ডটি শুরু করা হয়েছে।

রেস্তরাঁটির বিশেষত্ব হল, এখানে খেতে খেতেই উপভোগ করা যাবে প্রয়াগারাজের মহাকুম্ভের অপরূপ সৌন্দর্য। বাসটির নিচের তলায় রয়েছে রান্নাঘর। আর উপরের অংশে রয়েছে বসে খাওয়ার ব্যবস্থা। এখানে একসঙ্গে ২৫ জন বসে খাওয়াদাওয়া করতে পারবেন। তবে এই বিশেষ রেস্তরাঁয় মিলবে শুধুই নিরামিষ নানা পদ। যাঁরা উপোস করবেন ভাবছেন তাঁদের জন্যও থাকবে বিশেষ থালি।

এই বিশেষ উদ্যোগ সম্পর্কে ফুড কোর্টের প্রতিষ্ঠাতা মনভীর গোদারা বলেন, মহাকুম্ভ থেকে এই পাম্পকিন ব্র্যান্ড ও রেস্তরাঁ সূচনা হল। তবে আগামী দিনে কাশী, মথুরা, অযোধ্যার মতো ধর্মীয় স্থানগুলোতেও এটি চালু করা হবে। তিনি জানান, কুম্ভে আসা সকল ভক্তদের কথা মাথায় রেখে প্রতিটি খাবারের দাম নির্ধারণ করা হয়েছে। যা সকলের সাধ্যের মধ্যে। এছাড়া মিডিয়া সেন্টারের সাংবাদিকদের জন্য থাকছে বিশেষ ছাড়। এমনকি বাসের ভিতরে ও বাইরে লাগানো হয়েছে বড় এলইডি স্ক্রিন। সেখানে কুম্ভমেলা সম্পর্কিত নানা ছবি ও ভিডিও দেখানো হচ্ছে। এমন আয়োজনে বেজায় খুশি ভক্তরাও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মহাকুম্ভে আসা ভক্তদের ফের উপহার দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
  • ভক্তদের নিরাপত্তা থেকে থাকা-খাওয়া কোনও আয়োজনেই ত্রুটি রাখেননি তিনি।
  • এবার নতুন সংযোজন এই বিশেষ রেস্তরাঁ। যা সেরাজ্যে এই প্রথমবার চালু হল।
Advertisement