shono
Advertisement
Uttar Pradesh

অভিযুক্তদের মুক্তি দেওয়ার উদ্যোগ! আখলাক গণপিটুনি মামলা প্রত্যাহারের পথে যোগী সরকার

আদালত অনুমতি দিতে প্রত্যাহার করা হবে মামলাটি।
Published By: Amit Kumar DasPosted: 05:45 PM Nov 15, 2025Updated: 05:45 PM Nov 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৫ সালে মহম্মদ আখলাক হত্যাকাণ্ড মামলায় পিছু হটল উত্তরপ্রদেশ সরকার। ২০১৫ সালে দাদরিতে গোরক্ষক দলের গণপিটুনিতে মৃত্যু হয়েছিল আখলাকের। প্রায় এক দশক পর এই মামলায় অভিযুক্ত ১০ জনের বিরুদ্ধে আনা যাবতীয় অভিযোগ প্রত্যাহার করার পথে হাঁটল যোগী সরকার।

Advertisement

কেন্দ্রে পালাবদলের পরপরই ২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর ভয়ংকর হত্যাকাণ্ড ঘটে উত্তরপ্রদেশের বিসাহাড়া গ্রামে। বাড়িতে গরু জবাই করে রাখা হয়েছে এমনই গুজবে আখলাক ও তার ছেলে দানিশকে বাড়ি থেকে বের করে এনে বেধড়ক মারধর করা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় আখলাকের। গুরুতর আহত হয় তাঁর ছেলে। এই হত্যাকাণ্ড সাড়া ফেলে দেয় গোটা দেশে। পরবর্তী সময়ে দেশের নানা প্রান্তে ঘটে গোরক্ষার নামে এমন হত্যা। এই ঘটনায় একাধিক জনকে গ্রেপ্তার করে পুলিশ। যাঁদের মধ্যে ছিলেন স্থানীয় বিজেপি নেতা সঞ্জয় রানার ছেলে বিষ্ণু রানাও। অভিযুক্তদের বিরুদ্ধে খুন-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়।

তবে ১০ বছর পর এই মামলায় ভোলবদল করল যোগী সরকার। সম্প্রতি আদালতে সরকারের তরফে একটি আবেদন জানানো হয়েছে, যেখানে বলা হয়েছে ফৌজদারি কার্যবিধির ৩২১ ধারায় মামলাটি প্রত্যাহার করতে চায় রাজ্য। জানা যাচ্ছে, গত ২৬ অক্টোবর রাজ্য সরকারের তরফে এই সংক্রান্ত একটি চিঠি আসে সরকারি কৌঁসুলির কাছে। যেখানে বলা হয়, উত্তরপ্রদেশের রাজ্যপাল লিখিত অনুমোদন দিয়েছে মামলাটি প্রত্যাহার করার জন্য। আরও জানানো হয়, আখলাকের বাড়ি থেকে যে মাংস উদ্ধার হয়েছিল তা ল্যাবরেটরি গোমাংস হিসেবে চিহ্নিত হয়েছে। সরকারি চিঠির পর গত ১৫ অক্টোবর আদালতে রাজ্যসরকারের আবেদন জমা দেওয়া হয় সরকারি আইনজীবীর তরফে। আদালত অনুমতি দিতে প্রত্যাহার করা হবে মামলাটি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২০১৫ সালে মহম্মদ আখলাক হত্যাকাণ্ড মামলায় পিছু হটল উত্তরপ্রদেশ সরকার।
  • ২০১৫ সালে দাদরিতে গোরক্ষক দলের গণপিটুনিতে মৃত্যু হয়েছিল আখলাকের।
  • এক দশক পর এই মামলায় অভিযুক্ত ১০ জনের বিরুদ্ধে আনা যাবতীয় অভিযোগ প্রত্যাহার করার পথে হাঁটল যোগী সরকার।
Advertisement